Torsha Erosion: তোর্ষার দাপটে ভাঙন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আধিকারিকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Torsha Erosion: ভুটান সীমান্তবর্তী জয়গাঁর বড় ও ছোট মেচিয়াবস্তির পাশ দিয়ে বয়ে গিয়েছে তোর্ষা নদী। বর্ষা এলেই ভয়াবহ হয়ে ওঠে উত্তরবঙ্গের এই নদী
আলিপুরদুয়ার: ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের প্রতিটি নদীতে জলস্তর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভয়াবহ অবস্থা তোর্ষা নদীর। তোর্ষার দাপটে নদী ভাঙন সমস্যা তীব্র হয়ে উঠেছে। নদীগর্ভে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু হয়েছে প্রশাসনের তরফ থেকে। কালচিনির বিডিও মিঠুন মজুমদার ও অন্যান্য সরকারি আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখেন।
ভুটান সীমান্তবর্তী জয়গাঁর বড় ও ছোট মেচিয়াবস্তির পাশ দিয়ে বয়ে গিয়েছে তোর্ষা নদী। বর্ষা এলেই ভয়াবহ হয়ে ওঠে উত্তরবঙ্গে এই নদী। ২০২১-২৩ সাল পর্যন্ত ৪০ টি বাড়ি তলিয়ে গিয়েছিল তোর্ষার জলে।তবে গবাদী পশু ও সুপরি গাছ কত যে ভেসে গিয়েছে তার ইয়াত্তা নেই। গত কয়েকদিনের বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে তোর্ষার জল। আবার তীব্র হয়ে উঠেছে ভাঙন সমস্যা। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়।
advertisement
advertisement
জল বাড়তেই ভিটেমাটি হারানোর আতঙ্ক চোখেমুখে বাসিন্দাদের। তাঁদের কথায়, প্রচুর বাড়ি নদীতে বিলীন হয়ে গিয়েছে। তবুও এখনও বাঁধ তৈরি হয়নি নদীতে। এভাবে চললে হয়ত গ্রামটাই থাকবে না। প্রশাসনের কর্তারা ঘুরে দেখলেন গোটা এলাকা, শুনলেন বাসিন্দাদের অভিযোগও। এলাকার একটি আইসিডিএস সেন্টারকে ফ্লাড সেন্টার করার বিষয়ে আলাপ-আলোচনা হয়। এই বিষয়ে বিডিও মিঠুন মজুমদার বলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বললাম।ওনারা পাকা বাঁধ চাইছেন। ব্লক প্রশাসনের পক্ষে তা করা সম্ভব নয়। জেলাশাসক ও সেচ দফতরে এই বিষয়টি জানানো হবে। এছাড়া জল বাড়লে বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হবে।ৎতাঁদের ত্রাণের ব্যবস্থা করা হবে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 1:11 PM IST