Deepavali 2024: কদর কমছে চিনের টুনি বাল্বের! টেক্কা দিতে বাজার হাজির রংবেরঙের নতুন ধরণের মাটির প্রদীপ

Last Updated:

সাধারণ মাটির প্রদীপকে আরও আকর্ষণীয় গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঝাড়গ্রামের কয়েকজন তরুণী ও গৃহবধূ।

+
সাধারণ

সাধারণ মাটির প্রদীপকে তুলির টানে দেওয়া হচ্ছে নতুন রূপ

ঝাড়গ্রাম : বর্তমান দিনে দীপাবলিতে বাজার দখল করতে করেছে চিনের টুনি বাল্ব। আলোর উৎসবে ফিকে হয়ে যাচ্ছে ভারতের ঐতিহ্যবাহী মাটির প্রদীপ। নতুন রূপে মাটির প্রদীপকে মানুষের কাছে তুলে ধরছে ঝাড়গ্রামের কয়েকজন তরুণী ও গৃহবধূ। তুলির টানে বিভিন্ন রঙের মাধ্যমে সাধারণ মাটির প্রদীপকে গড়ে তুলছে আকর্ষণীয় এবং এর মধ্যে থেকেও মহিলাদের নতুন এক উপার্জনের পথ দেখাচ্ছেন ঝাড়গ্রামের কয়েকজন তরুণী ও গৃহবধূ।
ঝাড়গ্রাম শহরের কয়েকজন তরুণী ও গৃহবধূ একজোট হয়ে নিজস্ব উদ্যোগে বাজার থেকে সাধারণ প্রদীপ কিনে নিয়ে এসে তা বিভিন্ন রঙের মাধ্যমে সাজিয়ে তুলছে। যেগুলি দেখতেও খুবই আকর্ষণীয়। ফলে মানুষের কাছে চাহিদাও রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই বিভিন্ন মানুষের কাছ থেকে ৫০০-রও বেশি প্রদীপের অর্ডার পেয়েছে তারা। তাই সকলে হাতে হাত মিলিয়ে তুলির টানে সাধারণ প্রদীপকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঝাড়গ্রামের এই প্রত্যন্ত গ্রামে উপচে পড়ছে পর্যটকের ভিড়, কারণ জানলে অবাক হবেন
সাগরিকা দত্ত বলেন, “বর্তমান দিনে চিনের টুনি বাল্ব বাজার দখল করেছে। হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যের মাটির প্রদীপ। তাই সাধারণ মানুষের কাছে এই আলোর উৎসবে নতুন রূপে তুলে ধরার জন্যই আমাদের এই ভাবনা চিন্তা। সাধারণ মাটির প্রদীপকে বিভিন্ন রঙের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই প্রদীপের জনপ্রিয়তা রয়েছে খুব ভালো। সাধারণ প্রদীপের থেকে সামান্য একটু দাম বেশি হলেও এখনও পর্যন্ত বহু প্রদীপের অর্ডার হয়ে গিয়েছে। আমার সঙ্গে এখানকার আরও কিছু গৃহবধূ এই প্রদীপ তৈরিতে কাজে লেগেছে। এই সময় বাড়িতে বসেও হাতে কিছু উপার্জন করাও সম্ভব হচ্ছে”।
advertisement
advertisement
আরও পড়ুন: বিদেশি পর্যটক টানতে বড় সিদ্ধান্ত ঝাড়গ্রাম রাজবাড়িতে! পুজোয় বেড়াতে যাওয়ার আগে জানুন বিশদে
মাটির প্রদীপের কথা বললেই মাথায় আছে পোড়ামাটির লাল রঙের প্রদীপ। কিন্তু কখনও কি ভাবা যায় নীল, লাল, হলুদ, সবুজ রঙের প্রদীপের উপর বিভিন্ন ডিজাইন করা রয়েছে। আর এই প্রদীপের চাহিদাও রয়েছে তুঙ্গে। রঙিন প্রদীপ তৈরি করেও মহিলাদের স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছেন ঝাড়গ্রামের কয়েকজন তরুণী ও গৃহবধূ।
advertisement
বুদ্ধদেব বেরা 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Deepavali 2024: কদর কমছে চিনের টুনি বাল্বের! টেক্কা দিতে বাজার হাজির রংবেরঙের নতুন ধরণের মাটির প্রদীপ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement