Durga Puja 2024: বিদেশি পর্যটক টানতে বড় সিদ্ধান্ত ঝাড়গ্রাম রাজবাড়িতে! পুজোয় বেড়াতে যাওয়ার আগে জানুন বিশদে

Last Updated:

Durga Puja 2024: পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল ঝাড়গ্রাম। এবার বিদেশি পর্যটক সরাসরি ঝাড়গ্রামে টানতে ঝাড়গ্রাম রাজবাড়ি হেরিটেজ হোটেলের মর্যাদা চাইছে।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম রাজবাড়ী

বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম: বর্তমানে আমূল পরিবর্তন এসেছে ঝাড়গ্রামের পর্যটন শিল্পের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের বহু জায়গা থেকে সারা বছর পর্যটকের আনাগোনা ঝাড়গ্রামে। পর্যটকদের বেড়ানোর আকর্ষণের কেন্দ্রবিন্দু ঝাড়গ্রামের রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার জন্য সারাবছর বহু পর্যটক বেড়াতে আসেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম রাজবাড়ির ভিতরে রয়েছে ঝাড়গ্রাম প্যালেস নামের একটি অতিথিশালা। এবার কেবলমাত্র রাজ্য, দেশ নয় বিদেশি পর্যটকেও ঝাড়গ্রামে আকর্ষণ করার জন্য হেরিটেজ রাজবাড়ির তকমা চাইছেন ঝাড়গ্রাম রাজপরিবারের সদস্যরা।
মাঝেমধ্যেই বিদেশি পর্যটকের দেখা মেলে ঝাড়গ্রামে। কিন্তু তাঁরা সরাসরি ঝাড়গ্রাম আসতে পারেন না। কোনও সংস্থার মাধ্যমে বুকিং করে তারপরে ঝাড়গ্রাম বেড়াতে আসেন। সেই সমস্যা দূর করার জন্য ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রাম প্যালেস নামের অতিথিশালাকে হেরিটেজ হোটেলে পরিণত করতে চাইছে। তার জন্য তারা ভারত সরকারের পর্যটন দফতরেও আবেদন করতে চলেছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুলিশের ছাড়পত্র। পুলিশের ছাড়পত্র না থাকায় ভারত সরকারের সংশ্লিষ্ট পর্যটন দফতরে হেরিটেজ হোটেলের মর্যাদা পাওয়ার জন্য আবেদন করতে পারছে না ঝাড়গ্রাম রাজবাড়ি।
advertisement
আরও পড়ুন : উধাও ব্রণ, মাখনের মতো ত্বক, পুজোর আগে ফুটফুটে সুন্দরী হতে চুমুক দিন এই সবুজ রসে
ঝাড়গ্রাম রাজপরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সারা বছরই রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসছেন। বিদেশি পর্যটকরা যাতে সরাসরি ঝাড়গ্রাম আসতে পারেন তার জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট দফতরে আমরা হেরিটেজ হোটেলের মর্যাদা পাওয়ার জন্য আবেদন করতে চাই। কিন্তু পুলিশের ছাড়পত্র না থাকার কারণে আমরা সেই আবেদন করতে পারছি না।”
advertisement
advertisement
ঝাড়গ্রাম রাজবাড়ির অতিথিশালা হেরিটেজ হোটেল হয়ে গেলে বিদেশি পর্যটকরা বিদেশ থেকেই সরাসরি বুকিং করে চলে আসতে পারবেন ঝাড়গ্রামে। ফলে পর্যটন মানচিত্রে আরও গুরুত্ব বাড়বে ঝাড়গ্রামের।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2024: বিদেশি পর্যটক টানতে বড় সিদ্ধান্ত ঝাড়গ্রাম রাজবাড়িতে! পুজোয় বেড়াতে যাওয়ার আগে জানুন বিশদে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement