South 24 Parganas News: সুন্দরবনের মাতলা নদী থেকে উদ্ধার হল ওটা কী? তড়িঘড়ি ছুটে এল বন দফতর
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: কৈখালী মাতলা নদীতে একটি মৃত ডলফিনকে ভাসতে দেখে মৎস্যজীবীরা, খবর দেয় পিয়ালী বিট অফিসে। পিয়ালী বিট অফিসের আধিকারিকরা আসেন ডলফিন টিকে উদ্ধার করে নিয়ে যায়
সুন্দরবন, সুমন সাহা: সুন্দরবনের মাতলা নদীতে একটি মৃত শুশুক অর্থাৎ গাঙ্গেয় ডলফিনকে ভাসতে দেখতে পায় মৎস্যজীবীরা। শুক্রবার কুলতলি থানার কৈখালিতে সেই ভাসমান ডলফিনটি দেখতে পেয়ে খবর দেওয়া হয় বনদফতরের পিয়ালী বিট অফিসে। এরপর পিয়ালী বিট অফিসের আধিকারিক ও বনকর্মীরা কৈখালিতে গিয়ে মৃত সেই ভাসমান ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ডলফিনটির গায়ের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বন দফতর। যদিও পিয়ালীর বনদফতরের কর্মীরা নদী থেকে এই ডলফিনটি উদ্ধার করার পর ওই ডলফিনকে কুলতলী ব্লক প্রাণী বিকাশ দফতরের আনা হয় তারপর ওই ডলফিনকে পরীক্ষা-নিরীক্ষা করার হয়। জামতলায় প্রাণী বিকাশ কেন্দ্রে প্রাণীর চিকিৎসকের উপস্থিতিতে  ময়না তদন্ত করা হয় বলে জানিয়েছেন পিয়ালী বি ট অফিসের এক আধিকারিক।
advertisement
advertisement
এ প্রসঙ্গে এক সুন্দরবন বিশেষজ্ঞ তিনি জানান, প্রতিনিয়ত দূষিত হচ্ছে সুন্দরবন। পেশাজীবী ও পর্যকটদের নিক্ষিপ্ত বর্জ্যে দূষিত হচ্ছে সুন্দরবনের নদী নালা। এর ফলে শুধু ডলফিন নয়, গোটা সুন্দর বন দূষণের মুখে পড়ছে। এ ব্যাপারে বনবিভাগের আরও কঠোর হতে হবে। তার পাশাপাশি সাধারণ মানুষকেও আরও বেশি করে সচেতন হতে হবে। সবার আগে যদি মানুষ সচেতন হয় তাহলে শুধু ডলফিন নয় সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনের মাতলা নদী থেকে উদ্ধার হল ওটা কী? তড়িঘড়ি ছুটে এল বন দফতর


