Cyclone Remal Landfall: আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় রিমল, রাতের অন্ধকারে ধ্বংসলীলার মাঝেই ঝড় মোকাবিলায় পথে জেলাশাসক
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Cyclone Remal Landfall: সাগরের কচুবেড়িয়ার পুরষোত্তমপুরে ঝড়ের দাপটে গঙ্গাসাগর কচুবেড়িয়া রোডের উপর ভেঙে পড়েছে একের পর এক বড় বড় গাছ। ব্লক প্রশাসনের নেতৃত্বে কুইক রেসপন্স টিম গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে এল সে। সব আশঙ্কা সত্যি করে উপকূলে আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় রিমল। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে একাধিক গাছ। ঝড় মোকাবিলায় রাতেও দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ঘুরে দেখেছেন উপদ্রুত এলাকা।
সাগরের কচুবেড়িয়ার পুরষোত্তমপুরে ঝড়ের দাপটে গঙ্গাসাগর কচুবেড়িয়া রোডের উপর ভেঙে পড়েছে একের পর এক বড় বড় গাছ। ব্লক প্রশাসনের নেতৃত্বে কুইক রেসপন্স টিম গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছে।
রাত যত বাড়ছে ঝড়ের গতিবেগ বাড়ছে। ঝড়ের দাপটে নামখানা এলাকাতেও ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়েছে একের পর এক গাছ। ইলেকট্রিক পোস্টও ক্ষতিগ্রস্ত।
advertisement
advertisement
তবে প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকার বাসিন্দাদের তড়িঘড়ি সরিয়ে আনায় সুবিধা হয়েছে অনেকটাই। সূত্রের খবর সেই সংখ্যাটা প্রায় ১ লাখ ৪০ হাজার।
তাদেরকে ত্রাণ শিবিরে রেখে খেতে দেওয়া হচ্ছে। তবে তারা আশঙ্কায় আছেন তাদের বাড়ি-ঘর কেমন আছে সেটা নিয়ে। সকাল না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যাবে না।
advertisement
তবে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা নিজে রাতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঘুরে দেখছেন। সব মিলিয়ে ঝড় নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 11:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Landfall: আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় রিমল, রাতের অন্ধকারে ধ্বংসলীলার মাঝেই ঝড় মোকাবিলায় পথে জেলাশাসক