Crime News: দিনে দুপুরে ফিল্মি কায়দায় সোনা কারিগর অপহরণ! ২০ কিমি দূরে তমলুকে নাকা চেকিংয়ে উদ্ধার, গ্রেফতার ৮
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: পাঁশকুড়ায় গাড়িতে তুলে চম্পট দিয়েও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে নাকা চেকিং জোরদার করে ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে তমলুকের নিমতৌড়িতে ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
তমলুকঃ দিনে দুপুরে ফিল্মি কায়দায় এক সোনা কারিগরকে অপহরণ করে চম্পট! পাঁশকুড়ায় গাড়িতে তুলে চম্পট দিয়েও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে নাকা চেকিং জোরদার করে ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে তমলুকের নিমতৌড়িতে ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত সোনা কারবারিকেও। ধৃতদের বাড়ি বর্ধমানে।
খড়গপুর-হাওড়া জাতীয় সড়কে সিদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোর করে ৮ জন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপহরণ করে চম্পট দেয়। পাঁশকুড়া থানার পুলিশ সেই খবর দ্রুত জেলা পুলিশকে জানায়। তৎক্ষণাৎ নাকা চেকিং শুরু করে। তমলুক থানার পুলিশ তমলুকের নিমতৌড়িতে তাদের পথ আটকায়। গাড়িতে থাকা আট দুষ্কৃতিকে আটক করে গ্রেফতার করে। সোনার দোকানের কর্মচারী সৌমেন পাত্রকে উদ্ধারও করে।
advertisement
advertisement
পরে ওই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন পাত্র নামে এক সোনা দোকানের কারিগর। অভিযোগ, কিছু সোনা চুরি করে নিয়ে এসেছে। সম্ভবত সেই কারণেই দুষ্কৃতীরা তাকে অপহরণ করার চেষ্টা করা হয় বলে ধারণা। তাকে অপহরণ করে পূর্ব বর্ধমানের খন্ডঘোষে নিয়ে যাবার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের বলে খবর। সোমবার ধৃত দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাতদিনের রিমাইন্ড চেয়েছে। জানা গেছে, অপহৃত সোনা দোকানের কারিগর সৌমেন পাত্রর বাড়ি ডেবরায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tamluk,Purba Medinipur,West Bengal
First Published :
Jan 05, 2026 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: দিনে দুপুরে ফিল্মি কায়দায় সোনা কারিগর অপহরণ! ২০ কিমি দূরে তমলুকে নাকা চেকিংয়ে উদ্ধার, গ্রেফতার ৮






