Crime News: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের সাজা ঘোষণা আদালতের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Crime News: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের যাবজ্জীবন ও ১০ হাজার জরিমান, পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ!
বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ১৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোটের বিচারক শ্রী রানা দাম অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। এরই পাশাপাশি সরকারিভাবে ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুনঃ প্রেমিকাকে কেটে ৭ টুকরো করে বস্তায় ভরে কুয়ো ফেলে দিল প্রাক্তন ‘প্রধান’, হাড়হিম কাণ্ডে কাঁপছে এলাকা
প্রসঙ্গত ২০২০ সালের ২৬ নভেম্বর বরাবাজার থানা এলাকায় বসবাসকারী ওই নাবালিকা মাঠে গরু চরাতে গিয়েছিল। এই সময় অভিযুক্ত নিমাই মাহাতো মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে। নাবালিকার বাবা বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত নিমাই মাহাতোর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেই সময়ই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলা চলার পর। অভিযুক্ত নিমাই মাহাতোর সাজা ঘোষণা করলেন বিচারক।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী অভিষেক ব্যানার্জি বলেন , ২৬/১১/২০২০ সালে বরাবাজার থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত নিমাই মাহাতো। সেই সময় বরাবাজার থানায় মামলার রুজু হয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছেন বিচারক রানা দাম। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলার পর অবশেষে বিচার পেল বরাবাজারের মানসিক ভারসাম্যহীন এই নাবালিকা। বিচারকের এই রায়ে খুশি পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের সাজা ঘোষণা আদালতের
