CPIM: হাল ফিরছে লালের, শুভেন্দুর জেলায় বিরাট সাফল্য সিপিএমের! উড়ছে লাল আবির

Last Updated:

CPIM: লোকসভা নির্বাচনের আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় বামেদের এই জয় চমকপ্রদ!

+
 নির্বাচনের

 নির্বাচনের জয়লাভের পর বাম প্রার্থীরা

মেচেদা: ২০২৪ এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের ভোটের দামামা বেজেই গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে খোদ বিরোধী দলনেতার জেলায় উঠল লাল আবির! লোকসভা ভোটের আগে সমবায় সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বামেরা। শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার সিপিএমের। তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে সমবায় দখল করল সিপিআইএম ও তার সহযোগী প্রগতিশীল মোর্চা। লোকসভা নির্বাচনের আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় বামেদের এই জয় চমকপ্রদ!
শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতির নিবার্চন সম্পন্ন হয়। ওই সমবায় সমিতির মোট আসন ৫৪ টি। প্রতিটি আসনে নির্বাচন হয়। প্রতিটি আসনে নির্বাচনের লড়াই ছিল দেখার মত। কারণ এই সমবায় নির্বাচনে ত্রিমুখী লড়াই দেখা গিয়েছে। একদিকে বাম অন্যদিকে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দলের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু সব শেষে ফলাফলে ওই সমবায় সমিতির দখল রাখল বামেরা।
advertisement
advertisement
আসনের নিরিখে অনেকটাই পিছনে ফেলেছে রাজ্যের শাসক দল ও রাজ্যের প্রধান বিরোধী দলকে। সবাই সমিতির মোট ৫৪ টি আসনের মধ্যে সিপিআইএম মোর্চা পেয়েছে ২৬ টি আসন। বিজেপি ১০ টি, তৃণমূল কংগ্রেস ১৬ টি আসনে এবং বাম সমর্থিত নির্দল ২ টি আসনে জয় লাভ করেছে।
advertisement
প্রসঙ্গত শান্তিপুর সমবায় সমিতি বামেদের দখলে ছিল। ভোটের ফলাফল আবারও বামেদের পক্ষে যাওয়ায় উচ্ছ্বাসিত বাম দলের প্রার্থীরা। ভোটের ফলাফলের শেষে দেখা যায় রীতিমত লাল আবির মেখে জয়ী প্রার্থীরা উল্লাসিত হয়। যদিও দুই যুজুধান বিরোধী শিবিরের দাবি এই সমবায় সমিতির নির্বাচনে তারাও আশানুরূপ ফল করেছে। বিজেপি নেতৃত্বের দাবি ,এই সমবায় সমিতিতে আগে তাদের কোনও জয়ী প্রতিনিধি ছিল না। সেই জায়গায় এবার তারা ১০ আসনে জয়লাভ করেছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি , পঞ্চায়েত ভোটে এই এলাকায় তাদের আশানুরূপ ফল হয়নি। সেই জায়গায় সমবায় সমিতিতে তারা ১৬ টি আসনে জয়লাভ করায় খুশি।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: হাল ফিরছে লালের, শুভেন্দুর জেলায় বিরাট সাফল্য সিপিএমের! উড়ছে লাল আবির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement