Lalu Prasad Yadav ED Summon: কী হচ্ছে বিহারে.. এবার বিপাকে লালু প্রসাদ যাদব! হঠাৎ তলব ED-র, দিল্লি থেকে এল দল

Last Updated:

জমির বদলে চাকরি মামলায় লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করার জন্য গত রবিবারই দিল্লি থেকে পটনা পৌঁছেছে ইডি আধিকারিকদের একটি দল৷ পটনায় থাকা ইডি-র আধাকারিকেরা, পটনা ইডি ডিরেক্টর এবং দিল্লি থেকে আসা ইডির প্রতিনিধিরা এক যোগে এদিন লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্রের খবর৷

বিহার: সময়টা ভাল যাচ্ছে না লালুপ্রসাদ যাদবের৷ গতকাল তাঁদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপির এনডিএ-র কাছে ৷ বিহারে তৈরি করেছে নতুন সরকার৷ আর তারপরের দিনই জমির বদলে চাকরি মামলায় ইডি-র দফতরে হাজিরা দিতে হল তাঁকে৷ সোমবার বেলা ১১টা নাগাদই পটনায় ইডির দফতরে হাজিরা দেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব৷ তাঁর সঙ্গে ছিলে মেয়ে মিসা ভারতী এবং জামাই৷
এদিন লালুপ্রসাদকে ইডি-র সমন পাঠানো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন লালু কন্যা মিসা৷ তিনি বলেন, ‘‘এটা কোনও নতুন বিষয় নয়৷ যাঁরা যাঁরাই ওঁদের সঙ্গে থাকছে না, তাঁদেরই এই গ্রিটিং কার্ড পাঠাচ্ছে ওরা৷ আমাদের পরিবারের কোনও সদস্যকে যখনই কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়, আমরা যাই, তাঁদের প্রশ্নের উত্তর দিই৷ তদন্তে সহায়তা করি৷’’
advertisement
আরও পড়ুন: সাত দিনের মধ্যেই লাগু হবে CAA! কাকদ্বীপের সভায় বড় দাবি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর..যা বললেন
জমির বদলে চাকরি মামলায় লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করার জন্য গত রবিবারই দিল্লি থেকে পটনা পৌঁছেছে ইডি আধিকারিকদের একটি দল৷ পটনায় থাকা ইডি-র আধাকারিকেরা, পটনা ইডি ডিরেক্টর এবং দিল্লি থেকে আসা ইডির প্রতিনিধিরা এক যোগে এদিন লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
আরও পড়ুন: ডায়মন্ড হারবারে কি এবার অভিষেকের বিপরীতে নওশাদ? জোর জল্পনা..নিজের কেন্দ্রে আজ বিশেষ কর্মসূচি তৃণমূল নেতার
গত ১৯ জানুয়ারি লালুপ্রসাদ এবং তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠায় ইডি৷ আজ লালুর হাজিরা৷ আগামিকাল অর্থাৎ, ৩০ জানুয়ারি তেজস্বীর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav ED Summon: কী হচ্ছে বিহারে.. এবার বিপাকে লালু প্রসাদ যাদব! হঠাৎ তলব ED-র, দিল্লি থেকে এল দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement