CPIM | Bengal Bjp: ফের বাংলায় নন্দকুমার মডেলের জয়, পর্যুদস্ত তৃণমূল! লাল পতাকা আর পদ্মের জয়জয়কার

Last Updated:

CPIM | Bengal Bjp: আবারও নন্দকুমার মডেলের জয়। আবারো রাম-বাম জোটের জয়। পঞ্চায়েত ভোটের মুখে তমলুকের সমবায় ভোটে জয় পেলো রাম বাম জোট!

+
সমবায়ে

সমবায়ে বিরাট জয়

তমলুক: সামনেই পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোটের আগেই আবারও একটি সমবায় নির্বাচনে হারল শাসক দল। ওই সমবায় নির্বাচনের বারটি আসনের মধ্যে একটি আসনে জয়লাভ করেছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল। হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি সমবায়ে আবারও রাম-বাম জোটের জয় জয় কার। ২৯ মার্চ বুধবার কড়া নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন হয় হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন।
হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক মন্ডলের নির্বাচনে ১২ আসন। এই সমবায় নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে প্রগতিশীল মোর্চার প্রার্থীরা যৌথভাবে ১২ টি আসনের লড়াই করে। ভোট দানের পর বিকেলে ফলাফলে দেখা যায় শাসকদলের বিরুদ্ধে প্রগতিশীল মোর্চার প্রার্থীরা জয়ী হয়েছে। এই জোট ১১ টি আসনে জয় লাভ করে। রাজ্যের শাসক দ মাত্র একটি আসলে জয় লাভ করে। রাম বাম জোট প্রগতিশীল উন্নয়ন নামে এই সমবায় বোর্ড গঠন করবে বলে জানান জয়ী প্রার্থীরা।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হিজলবেড়িয়া অঞ্চলে এই সমবায় সমিতির যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমানত ও সিএসপি সুবিধা রয়েছে। এই সমবায় এতদিন বামেদের দখলে ছিল। এবারে বারটি আসনের লড়াইতে মূলত শাসক দল তৃণমূল বিরুদ্ধে, বিজেপি ও ও ব্রামফ্রন্টের প্রার্থীরা জোট বেঁধে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করছিল।
advertisement
সকাল দশটা থেকে শুরু ভোটগ্রহণ। দুপুর দুটো পর্যন্ত চলে ভোট গ্রহণ। তারপর ভোট গণনারপর ফলাফলে এই সমবায় নির্বাচনে শাসকদলকে টেক্কা দেয় প্রগতিশীল জটিল প্রার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মতে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের এই জয় বাড়তি অক্সিজেন দেবে।
advertisement
----Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM | Bengal Bjp: ফের বাংলায় নন্দকুমার মডেলের জয়, পর্যুদস্ত তৃণমূল! লাল পতাকা আর পদ্মের জয়জয়কার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement