'বোলপুরের কিছু লোকের পেট পয়সায় ফুলে উঠেছে', এবার বিদ্যুৎ-বাণে বিপর্যস্ত অনুব্রত!

Last Updated:

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এমনই একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে। (Cow Smuggling Case) (Anubrata Mondal)

বিদ্যুৎ-বাণে বিপর্যস্ত অনুব্রত
বিদ্যুৎ-বাণে বিপর্যস্ত অনুব্রত
#বোলপুর: নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এমনই একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে, যা আপাতত শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগেই গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।
বিদ্যুৎ চক্রবর্তী অনুষ্ঠানে বলেছেন, 'বোলপুরের কিছু কিছু লোকের পেট ফুলে ফেঁপে উঠেছে। বড় হয়েছে পেট, পয়সা রোজগারের জন্য।' করোনার সময় বীরভূমের বিভিন্ন গ্রামে সাহায্যের জন্য গিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিদ্যুৎ চক্রবর্তীর দাবি, সেই সময় গিয়ে তাঁরা দেখেছিলেন কোনও সাহায্য পান না তাঁরা। সেই প্রসঙ্গে বলতে গিয়েই এভাবে নাম না করে কটাক্ষ করেন উপাচার্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় নাম না করলেও রয়েছেন গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলই।
advertisement
আরও পড়ুন: বোলপুর ব্যাঙ্কে লুকিয়ে অনুব্রতর আসল রহস্য? গোড়ায় ঘা সিবিআই-এর!
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ফের বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর রাজনৈতিক বক্তব্য পেশকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও তিনি নাম না করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বিঁধেছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকেও বিঁধে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেছিলেন, 'অতিরিক্ত খেলে বদহজম হয়। তারই প্রতিফলন এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে।'
advertisement
advertisement
আরও পড়ুন: 'কান্না' কাজে এল না, ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ
এর আগে ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি হয়েছিল। সেই মূর্তি উন্মোচন করেছিলেন অনুব্রত মণ্ডল। তা নিয়েও বিদ্যুৎ চক্রবর্তী নাম না করে অনুব্রতকে কটাক্ষ করে বলেছিলেন, 'উনি কখনও বিশ্বভারতীর ভাল চান না। অপমান করেই আনন্দ পান।' এবার ফের তাঁর নিশানায় অনুব্রত মণ্ডল। একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উপাচার্যকে 'পাগল' বলেও মন্তব্য করেছিলেন অনুব্রত। এবার অনুব্রতর নাম না করে কটাক্ষ করলেন বিশ্বভারতীর উপাচার্য।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বোলপুরের কিছু লোকের পেট পয়সায় ফুলে উঠেছে', এবার বিদ্যুৎ-বাণে বিপর্যস্ত অনুব্রত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement