বোলপুর ব্যাঙ্কে লুকিয়ে অনুব্রতর আসল রহস্য? গোড়ায় ঘা সিবিআই-এর!

Last Updated:

অনুব্রতর বাড়ির একেবারে কাছেই এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই। (Cow Smuggling Case)

বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সিবিআই
বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সিবিআই
#বীরভূম: কত টাকার সম্পত্তি রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের? বেনামে কত কোটি কোটি টাকা রয়েছে দাপুটে নেতার? গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে এবার এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া সিবিআই। বুধবার বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল। অনুব্রতর বাড়ির একেবারে কাছেই এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই।
এদিন প্রথমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতে বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু সিবিআইয়ের সঙ্গে কথা বলতে রাজি হননি সুকন্যা। সেখানে ১০ মিনিট থেকেই অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে যায় CBI। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।
আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
সিবিআই সূত্রে খবর, দুই ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। অনুব্রত মণ্ডলের সিএ-কেও তলব করা হয়েছে। সিএ-র বক্তব্যের সঙ্গে নথি মিলিয়ে দেখা হবে। অনুব্রতর মেয়ে সুকন্যার সম্পত্তির লেনদেন হওয়ার বিভিন্ন তথ্য খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘ সময় কথা বলেন সিবিআই আধিকারিকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: 'রাষ্ট্রবিরোধী কাজ করেছে পুলিশ', ডিজি-সহ রাজ্যের ৩ IPS-র বিরুদ্ধে আজ হাইকোর্টে শুভেন্দু
এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আয়ের উৎস খুঁজে বের করতে চাইছে সিবিআই৷ গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ কীভাবে অনুব্রতর মেয়ে সুকন্যার এত এত টাকার সম্পত্তি হল? তবে কি বাড়ির কাছের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই লুকিয়ে সমস্ত রহস্য? উত্তর খুঁজতে গোড়ায় ঘা মারতে তৈরি সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোলপুর ব্যাঙ্কে লুকিয়ে অনুব্রতর আসল রহস্য? গোড়ায় ঘা সিবিআই-এর!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement