Coromandel Express Accident: শুধু ট্রেন নয়, দুর্ঘটনায় উলট-পালট বহু জীবন! রুটিরুজির জোগানে গিয়ে এখন নিখোঁজ তিনজন শ্রমিক
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
বাহানাগা বাজার স্টেশনে কাছে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা ঘটে শুক্রবার। ওই দুর্ঘটনার পর নিখোঁজ কোলাঘাটের একই গ্রামের তিন পরিযায়ী শ্রমিক। পরিবারের লোকজন জানায় ওই তিনজনই করমন্ডল এক্সপ্রেসে ছিল।
কোলাঘাট: করমন্ডলে করে ভিন রাজ্যে পাড়ি, দুর্ঘটনার পর নিখোঁজ একই গ্রামের তিনজন, চিন্তায় দিন কাটছে পরিবারের। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত নামালবাড় গ্রাম থেকেই তিনজন শ্রমিক ভিন রাজ্যে রোজগারের তাগিদে কাজের জন্য করমন্ডল এক্সপ্রেসে করেই যাচ্ছিলেন। শুক্রবার বালেশ্বর স্টেশন পেরানোর কিছুক্ষণ পর বাহানাগা বাজার স্টেশন এর কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সেই করমন্ডল এক্সপ্রেস। যেখানে মৃত্যুর সারি শিহরণ জাগিয়ে তুলেছে গোটা দেশে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওই করমন্ডল এক্সপ্রেস এ করে যাওয়া তিন পরিযায়ী শ্রমিকের এখনও খোঁজ মেলেনি। ফলে উদ্বিগ্ন পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ ছিঁড়েছে সুতো, পরিবার বলতে আর নেই কেউ! সর্বহারা শিশুদের ‘মাথার ছাদ’ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন
কোলাঘাটের নামালবাড় গ্রামের সেক জহুর আলি, মুসিবুল পাখিরা এবং জয়নাল পাখিরা নামে তিন পরিযায়ী শ্রমিক মার্বেল টাইলসের কাজের জন্য শুক্রবার ভুবনেশ্বরের উদ্দেশ্যে করমন্ডল এক্সপ্রেস এ করেই যাচ্ছিল। কিন্তু করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনার পর তাঁদের আর খোঁজ মেলেনি। জীবিত কিংবা মৃত তাও জানে না এই তিন শ্রমিকদের পরিবাররের লোকজন। যার ফলে এই তিন পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন, আদৌ তাঁদের বাড়ির মানুষ সুস্থভাবে বাড়ি ফিরবে তো তা নিয়েই সংশয়ে রয়েছে তিন পরিবার!
advertisement
advertisement
করমন্ডল এক্সপ্রেসে থাকা পরিযায়ী শ্রমিক তিনজনই বিবাহিত। প্রত্যেকেরই ছোট ছোট সন্তান রয়েছে। তাঁদের পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়ে, দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন তাঁরা। পাড়া-প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করে তাঁদের বাড়ির সামনে। তাঁরাও সকলে চাইছেন তাঁদের প্রতিবেশী তিন যুবক জীবিত অবস্থায় যেন বাড়ি ফিরে আসে।
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2023 9:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Express Accident: শুধু ট্রেন নয়, দুর্ঘটনায় উলট-পালট বহু জীবন! রুটিরুজির জোগানে গিয়ে এখন নিখোঁজ তিনজন শ্রমিক








