আর ছুটতে হবে না কলকাতা! জিনিস কিনে সমস্যায় পড়লে এবার সমাধান জেলাতেই, উদ্বোধন হল নয়া কার্যালয়ের

Last Updated:

নতুন কার্যালয় চালু হওয়ার ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। আর কলকাতা বা অন্যত্র যেতে বাধ্য হবেন না। নিজেদের এলাকার মধ্যেই উপভোক্তা বিষয়ক অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন।

+
উপভোক্তা

উপভোক্তা বিষয়ক দফতরের কার্যালয় 

ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাধারণ মানুষের সুবিধার্থে ডায়মন্ড হারবারে খুলল উপভোক্তা বিষয়ক দফতর ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার দফতরের আঞ্চলিক কার্যালয়। পুরসভার ভবনের পাশে নতুন এই কার্যালয়টি খোলা হয়েছে। এই কার্যালয়ের আনুষ্ঠানিক কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক পান্নালাল হালদার ও পুরপ্রধান প্রণব দাস।
সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য দামের নিশ্চয়তা, বাজারে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার রক্ষার বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী বিপ্লব মিত্র। তার কথায় উপভোক্তা বিষয়ক দফতরের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন, সঠিক দামে মানসম্মত জিনিস পান, এবং তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়।
advertisement
advertisement
এই নতুন কার্যালয় চালু হওয়ার ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। আর কলকাতা বা অন্যত্র যেতে বাধ্য হবেন না। নিজেদের এলাকার মধ্যেই উপভোক্তা বিষয়ক অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন। মন্ত্রী এদিন বলেন, ‘এই কার্যালয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ক্রেতা আদালত তৈরির জন্য আগামী দিনে চিন্তা-ভাবনা করবে সরকার।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের মহকুমাস্তরে ফলতা, ডায়মন্ডহারবার ১ ও ২, মন্দিরবাজার, মথুরাপুর ১ ও ২, এবং কুলপি ব্লকের উপভোক্তারা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সহজেই সরকারি সহায়তার সুযোগ পাবেন। ফলে বিস্তীর্ণ এলাকার মানুষজন এবার তাদের ন্যায্য অধিকার পাবেন। এর ফলে দ্রুত সমস্ত সুযোগ সুবিধা মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আর ছুটতে হবে না কলকাতা! জিনিস কিনে সমস্যায় পড়লে এবার সমাধান জেলাতেই, উদ্বোধন হল নয়া কার্যালয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement