'বাঁধ ভাঙলেই নিশ্চিহ্ন হবে গ্রাম'! আতঙ্কে অজয়ের ধারের এইসব গ্রামের বাসিন্দারা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রশাসনের তরফে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বড়সড় বিপর্যয় ঘটতে বাধ্য। তাই গ্রামবাসীদের একটাই আর্জি বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হোক।
“বাঁধ ভেঙে গেলেই আমাদের গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে” এমনই হাহাকার শোনা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামের মানুষদের মুখে। অজয় নদের ধারে থাকা এই গ্রামে আতঙ্ক যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় দিন কাটছে ভয় আর অনিশ্চয়তার মধ্যেই। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তাই গ্রামবাসীদের একটাই আর্জি বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হোক। তাঁদের কথায়, “আমরা চাই না আবার বন্যায় গ্রাম ভেসে যাক। বাঁধটিকে নতুন করে গড়ে তুললেই আমাদের ভয় কেটে যাবে।” অজয় নদীর ধার ঘেঁষে থাকা এই গ্রামগুলির এখন একমাত্র ভরসা প্রশাসনের দ্রুত উদ্যোগ। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)