টাকা দিলেই চাকরি, এবার অভিযুক্ত বিজেপি বিধায়ক! ফের চর্চায় কল্যাণী এইমস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
AIIMS: গত ৩০ অগাস্ট রানাঘাট থানায় চাকরি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে জনৈক চাকরি প্রার্থী।
#নদিয়া: এইমস কল্যাণীতে চাকরি দেওয়া নিয়ে টাকা নেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। নিয়োগ নিয়ে বিতর্ক ছাড়ছে না নদীয়ার কল্যাণী AIIMS-এর। এবার চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে।
গত ৩০ অগাস্ট রানাঘাট থানায় চাকরি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে জনৈক চাকরি প্রার্থী।
চাকরি প্রার্থীর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারের সঙ্গে আলাপ হয় চাকরিপ্রার্থীর। সেই সময় তিনি চাকরির কথা জানালে বিধায়ক তাকে ভোটে জেতার পরে কল্যাণী এমসে গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে চাকরি হবে বলে জানান। সেই অনুযায়ী বিধায়ককে ২ লক্ষ ৫০ হাজার টাকা অগ্রিম দেন বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থী।
advertisement
advertisement
কিন্তু তারপরে বিধায়ক কোন যোগাযোগ রাখেননি, এমনকি যোগাযোগ করার চেষ্টা করলেও বিধায়ক কোন পাত্তা দেয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীর। ইতিমধ্যেই রানাঘাট থানা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। আইপিসি ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বিধায়ক মুকুটমণি অধিকারীর। তাঁর বক্তব্য, ''যারা করছে তারা তৃণমূলের দালাল। টাকা খেয়ে এইসব করছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 5:37 PM IST