'নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে', অভিষেক ইডি'র কাছে যেতেই মন্তব্য সুকান্তর!

Last Updated:

Sukanta Majumdar: সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই কংগ্রেস, সিপিআইএম-এর তরফে 'সেটিং' তত্ত্ব নিয়ে জোরদার প্রচার চালানো হচ্ছে।

সুকান্তর মন্তব্যে তীব্র জল্পনা
সুকান্তর মন্তব্যে তীব্র জল্পনা
#কলকাতা: নির্ধারিত সময়েই ইডি-র দফতরে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই অভিষেককে প্রথম পর্বের জিজ্ঞাসাবাদ শেষ করেছে ইডি, শুরু হয়েছে দ্বিতীয় পর্বের জিজ্ঞাসাবাদ। এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ''আপনারা সকলে নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে।''
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই কংগ্রেস, সিপিআইএম-এর তরফে 'সেটিং' তত্ত্ব নিয়ে জোরদার প্রচার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির উপর চাপ বাড়ছে। এদিন অবশ্য সুকান্ত বলেন, ''সেটিং হলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেলে যেতেন না। আজ নজর রাখুন, বড় কিছু হতে পারে।''
advertisement
advertisement
এদিকে, অভিষেকের ইডি অফিসে হাজিরার দিনেই বিজেপিকে আক্রমণ নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পুতুল বলে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। #PuppetsofBJP রেখে প্রচার শুরু সোশ্যাল মিডিয়ায়। সমস্ত বিধায়ক, সাংসদ, সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন। ইতিমধ্যেই একাধিক মন্ত্রী পোস্ট করেছেন।
advertisement
কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল। এমনকি গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে বারবার জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এটা নিয়ে শুক্রবার সারাদিন প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে। ইডি, সিবিআই বিজেপির পুতুল এই হ্যাশট্যাগকে রেখে চলবে প্রচার। সমস্ত সাংসদ, বিধায়ক, সাংগঠনিক নেতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে', অভিষেক ইডি'র কাছে যেতেই মন্তব্য সুকান্তর!
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement