সিপিআইএম-র তাণ্ডব থামাতে আমাদের পাঁচ মিনিট লাগবে! হুঁশিয়ারি বিধায়কের
- Published by:Suman Biswas
Last Updated:
Cpim: শাসক দলের বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে বর্ধমান শহরে চঞ্চল্যে সৃষ্টি হয়েছে। কেন তিনি এমন কথা বললেন?
#কলকাতা: সিপিএমের গুন্ডামি থামাতে পাঁচ মিনিট টাইম লাগবে। সেই ৫ মিনিটেই সিপিএমের তাণ্ডব থামিয়ে দিতে পারি আমরা। সিপিএমকে চরম হুঁশিয়ারি দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। শাসক দলের বিধায়কের এই মন্তব্য কে কেন্দ্র করে বর্ধমান শহরে চঞ্চল্যে সৃষ্টি হয়েছে। কেন তিনি এমন কথা বললেন?
বুধবার বর্ধমান শহরে আইন অমান্য কর্মসূচি ছিল সিপিএমের। সেই সেই কর্মসূচি শেষে তাণ্ডবের চেহারা নেয়। আইন অমান্যকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের ওপর ইট পাথর বৃষ্টি শুরু করে সিপিএম কর্মী সমর্থকরা। তারা বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায় বিশ্ব বাংলার লোগো উপড়ে ভেঙে দেয়। বহু লক্ষ টাকা ব্যয় করে এই এলাকায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছিল। একটি বোর্ডও আস্ত রাখেনি তারা। শুধু তাই নয়, বিধায়ক অফিসে ঢুকে কর্মীদের মারধর করার পাশাপাশি যথেষ্ট ভাঙচুর চালায় তারা।
advertisement
advertisement
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সে সময় দিল্লিতে ছিলেন। পরদিনই ফিরে এসে হুঁশিয়ারি দেন তিনি। খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্ধমান শহরের সিপিএমের তাণ্ডব রুখতে আমাদের পাঁচ মিনিট লাগবে। ঘটনার পরেই সিপিএমের দলীয় কার্যালয় হামলা চালাতে চেয়েছিল দলের কর্মী সমর্থকরা। কিন্তু ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে আমরা কোথাও কিছু করিনি। সিপিএম কে গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে আগামী দিনে সিপিএম ফের এমন করতে এলে তান্ডব কাকে বলে বুঝিয়ে দেব। কোনও দিনও আর তারা মাথায় তুলে দাঁড়াতে পারবে না।
advertisement
বিধায়কের এই হুঁশিয়ারি কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিপিএম নেত্রী পৃথা তা বলেন, হুমকি দিয়ে শাসক দল আমাদের লড়াই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। সিপিএম জেলা নেতৃত্বের বক্তব্য, পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। শাসক দলের কথায় কাজ করছে পুলিশ।বিধায়কের এই বক্তব্য উস্কানি মূলক। এতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 3:12 PM IST