এই প্রথম জেলায় বাড়ির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী... মণ্ডপ থেকে প্রতিমা- সবেতেই সাবেকিয়ানার ছোঁয়া

Last Updated:

এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও বাড়ির পুজো উদ্বোধন করলেন। ফুলিয়া নিবাসী তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাকের বাড়ির পুজো

+
বীরেন

বীরেন বসাকের বাড়ির মডেল দুর্গা

ফুলিয়া: এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও বাড়ির পুজো উদ্বোধন করলেন। ফুলিয়া নিবাসী তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাকের বাড়ির এই পুজো এ বছর ৫০ বছরে পদার্পণ করেছে। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সবকিছুতেই এবছর সাবেকি আনার ছোঁয়া। থিমের নাম অন্তরে অন্দরে। শিল্পী অনিরুদ্ধ সরকার।
জানলা দরজা থেকে শুরু করে বহু পূর্বের ঠাকুর দালান এবং আলমারি, ইজি চেয়ার থেকে শুরু করে ঝাড় লন্ঠন সবকিছুই যেন শতবর্ষ প্রাচীন। মেঝেতে আঁকা অসাধারণ আলপনা। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে সশরীরে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুণপ্রসাদ, পুলিশ সুপার আশিস মৌর্য, মহকুমা শাসক ভরত সিং, বি ডি ও সন্দীপ ঘোষ, বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বর্তমান নদিয়া জেলা পরিষদ সদস্যা রিক্তা কুন্ডু সহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের নানান আধিকারিকগণ।
advertisement
উদ্বোধন হওয়ার পর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শিল্পী হিসাবে এবং প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে বীরেনবাবুর বাড়িতে প্রচুর মানুষ ভিড় করেন। ফুলিয়াবাসী সকলেই এই পুজোকে নিজের পুজোই ভাবে। সাবেকিয়ানা এখানে নতুন কিছু নয়। প্রতিবছরই নানা আকর্ষণীয় বিষয়ে উপস্থাপিত হয় এখানে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই প্রথম জেলায় বাড়ির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী... মণ্ডপ থেকে প্রতিমা- সবেতেই সাবেকিয়ানার ছোঁয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement