Howrah News: ব্যাঙ্কে যাবে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি, ডোমজুড়ে ক্রমশই তীব্র কাবেরী 'অন্তর্ধান রহস্য'

Last Updated:

হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত লক্ষণপুর গ্রামে বাড়ি নিখোঁজ কাবেরী নস্করের। গত ২৬ ডিসেম্বর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল সে

নিখোঁজ ১৪ বছরের কাবেরী
নিখোঁজ ১৪ বছরের কাবেরী
হাওড়া: ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে বেরিয়ে নিখোঁজ কিশোরী। ১২ দিন পার হয়ে গেলেও এখনও ঘরে ফেরেনি ১৪ বছরের কাবেরী নস্কর। দুশ্চিন্তায় ভুগছে গোটা পরিবার।
হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত লক্ষণপুর গ্রামে বাড়ি নিখোঁজ কাবেরী নস্করের। গত ২৬ ডিসেম্বর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল সে। তারপর থেকেই নিখোঁজ। বহু খোঁচাখুঁজি করেও পরিবারের সদস্যরা কাবেরীর সন্ধান পাননি। নিখোঁজ কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন দুপুর ৩ টে নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও বাড়ি না আসায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় জগদীশপুর গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী কাবেরী। বাবা কাশীনাথ নস্কর পেশায় ভ্যান চালক। পরিজনরা এই ঘটনায় প্রেম ঘটিত বিষয়ের যোগ নেই বলে জানিয়েছেন। তাঁদের দাবি, কাবেরী কোনরকম সম্পর্কে জড়িত ছিল না। ডোমজুড় থানায় ওই কিশোরীর নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু ১২ দিন পেরিয়ে গেলেও তার কোন‌ও সন্ধান না থাকায় উদ্বেগ ক্রমশাই বাড়ছে। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ঐদিন ব্যাঙ্কের উদ্দেশ্যে বেরলেও সেখানে পৌঁছয়নি কাবেরী। কিন্তু রাস্তায় লাগানো সিসিটিভিতে দেখে গেছে সে সাইকেলে চড়ে ব্যাঙ্কের দিকেই যাচ্ছে। ফলে ঠিক কি ঘটেছে তা এখনো অনুমান করা যাচ্ছে না। ছাত্রীর এই নিখোঁজ রহস্য নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ব্যাঙ্কে যাবে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি, ডোমজুড়ে ক্রমশই তীব্র কাবেরী 'অন্তর্ধান রহস্য'
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement