Murshidabad News: অন্য হাসপাতালে বদলি, কর্মী বিক্ষোভে উত্তাল জঙ্গিপুর সুপার স্পেশালিটি

Last Updated:

কলকাতার একটি বেসরকারি সংস্থার অধীনে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ১২৫ জন ঠিকাকর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ১০ জনকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করা হয়েছে

হাসপাতাল সুপার কে ঘেরাও
হাসপাতাল সুপার কে ঘেরাও
মুর্শিদাবাদ: জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের অন্যত্র বদলি করা নিয়ে বিক্ষোভে উত্তাল হল হাসপাতাল চত্বর। অন্যত্র বদলি করার প্রতিবাদে হাসপাতালের কর্মীরা সুপারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান।
কলকাতার একটি বেসরকারি সংস্থার অধীনে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ১২৫ জন ঠিকাকর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ১০ জনকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করা হয়েছে। এই কর্মীরা মূলত হাউসকিপিং ও হাসপাতাল পরিস্কারের কাজ করেন। হঠাৎই এই কর্মীদের বদলির নির্দেশ আসে। এর‌ই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের ঘরের সামনে ধর্নায় বসেন ওই বেসরকারি সংস্থার কর্মীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কর্মী বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভে অংশ নেওয়া ও বেসরকারি সংস্থার কর্মীদের অভিযোগ, জঙ্গিপুর থেকে সাগরদিঘির দুরত্ব প্রায় কুড়ি কিলোমিটার। ফলে তাঁদের সেখানে যেতে অসুবিধা হবে। বদলির সিদ্ধান্ত যতক্ষণ না রদ করা হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে তাঁরা জানিয়েছেন। এদিকে হাসপাতালের সুপার অবিনাশ কুমার বলেন, বদলির সিদ্ধান্ত সমস্তটাই বেসরকারি সংস্থার। তাঁকে বলে এই সমস্যার কোন‌ও সমাধান হবে না বলে তিনি জানান। ওই কর্মীদের বেসরকারি সংস্থাটির সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: অন্য হাসপাতালে বদলি, কর্মী বিক্ষোভে উত্তাল জঙ্গিপুর সুপার স্পেশালিটি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement