West Bengal News: মাঠ থেকে সোজা রান্নাঘর, কিশোরীকে যে অবস্থায় দেখল পরিবার! বীরকোটায় রহস্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: মৃত ছাত্রীর নাম মাম্পি খাটুয়া (১০)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে।
#সবং: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল। খুন নাকি আত্মহত্যা? ঘটনার তদন্তে পুলিশ। গলায় ফাঁস লাগানো অবস্থায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৫নং সারতা অঞ্চলের বীরকোটা গ্রামে। মৃত ছাত্রীর নাম মাম্পি খাটুয়া (১০)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,বীরকোটা এলাকার বাসিন্দা পূর্ণচন্দ্র খাটুয়া ও তাঁর স্ত্রী বিষ্ণুপ্রিয়া খাটুয়ার বড় মেয়ে মাম্পি খাটুয়া। তাদের ৩ বছরের একটি ছেলে রয়েছে। মাম্পি ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। জানা যায়, গতকাল বিকেলে বাবা মা জমিতে কাজ করতে গিয়েছিল। সেইসময় ওই ছাত্রীর বাড়ির পাশে একটি মাঠে প্রতিদিনের মতোই বিকেলে মাঠে খেলাধুলা করতে যায়।
advertisement
বাবা বিকেলে কাজ সেরে বাড়ি ফেরে,কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়েকে না দেখতে পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। তারপরই বাড়ির রান্না ঘরে ওই চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই,স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায়।
advertisement
advertisement
তারপর তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সেখানেই থাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যদের দাবি,বাড়ির মেয়ে কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। এই ঘটনার পিছনে অন্য কোন কারণ রয়েছে। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে ওই ছাত্রীর পরিবার।
advertisement
এদিকে এই ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। আত্মঘাতী নাকি খুন এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তা জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2021 11:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাঠ থেকে সোজা রান্নাঘর, কিশোরীকে যে অবস্থায় দেখল পরিবার! বীরকোটায় রহস্য