সিভিক ভলেন্টিয়ার ঝুলছে জানালায়! গাড়ি ছুটছে হু হু করে, ভয়ঙ্কর ভিডিও ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
civic volunteer viral video: গাড়ির জানালায় ঝুলছে সিভিক ভলেন্টিয়ার। গাড়ি ছুটছে প্রবল গতিতে। সিভিক বাঁচার জন্য কাকুতি-মিনতি করছে।
কলকাতা: ভয়ঙ্কর এক ভিডিও। ভাইরাল হতে সময় লাগেনি। গাড়ির জানালায় ঝুলছে সিভিক ভলেন্টিয়ার। বারবার মিনতি করছেন তিনি। এদিকে ড্রাইভার গাড়ি থামাচ্ছে না। গাড়ি ছুটছে হু হু করে।
গত ২ দিন ধরে এই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেই ভিডিও দেখে শিউরে উঠছেন। ট্রাফিক নিয়ম ভাঙায় এক ব্যক্তির গাড়ির চাবি খুলে নিতে চেয়েছিল সিভিক ভলেন্টিয়ার। চাবি খুলতে হাত বাড়াতেই গাড়ি স্টার্ট দেন চালক। তার পর গাড়ির জানালায় ঝুলতে থাকে সিভিক ভলেন্টিয়ার।
আরও পড়ুন- তলিয়ে গেল বাঁশের সেতু! বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, আতঙ্ক এলাকায়
তীব্র গতিতে গাড়ি ছুটছে। এদিকে সিভিক ভলেন্টিয়ার বাঁচার জন্য কাকুতি-মিনতি করছেন। গাড়ি চালক ও তাঁর সঙ্গী নানাভাবে ভর্ৎসনা করছেন সিভিক ভলেন্টিয়ারকে। তাঁদের কথায় স্পষ্ট, সিভিক ভলেন্টিয়ার টাকা চাওয়ায় ও চাবি খুলে নিতে গেলে তাঁরা তাঁকে শাস্তি দিচ্ছেন।
advertisement
advertisement
কোথায় হয়েছে এমন ঘটনা! গত ২ দিন ধরে অনেকেই জানতে চেয়েছেন উত্তর। কেউ বলেছেন, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। সিভিক ভলেন্টিয়ার ভুল করে থাকলে তাঁর শাস্তি হবে আইনমাফিক। তাঁকে এভাবে গাড়িতে ঝুলিয়ে টেনে নিয়ে যাওয়া অন্যায়।
কেউ আবার সিভিক ভলেন্টিয়ারদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেছেন, সিভিক ভলেন্টিয়াররা বহু মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। ফলে এমন শাস্তি নাকি উপযুক্ত।
advertisement
খোঁজ করে শেষ পর্যন্ত জানা গেল আসল ঘটনা। আসলে পুরো ব্যাপারটাই নাটক। কমেডি পেজের কনটেন্ট। কনটেন্ট ক্রিয়েশন এখন অনেকের পেশা ও নেশা। যার যত ভাল স্ক্রিপ্ট, তত বেশি আয়। কমেডি প্রসেসিং ইউনিট নামের একটি পেজ থেকে ওই ভিডিও পোস্ট করা হয়েছিল।
advertisement
সাধারণত প্র্যাঙ্ক ভিডিয়ো ওই পেজ। তবে একটু আলাদা কিছু করতে চেয়েছিল তারা। সিভিক ভলেন্টিয়ারের শাস্তি নিয়ে এমন মশকরা কিন্তু পেজের অ্যাডমিনদের বিপদ বাড়িয়ে দিল। পেজ থেকে ওই ভিডিও ডিলিট করা হয়েছে। চাওয়া হয়েছে ক্ষমা। তবে এই ভিডিও এখন ভাইরাল। প্রচুর শেয়ার ও লাইক হয়েছে।
ভিডিয়োর বিশেষ অংশ কেটে শেয়ার করছেন। সেগুলিও ভাইরাল হচ্ছে। ফলে পেজ-এর এমন কাণ্ড অ্যাডমিনদের আইনি জটিলতার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 5:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিভিক ভলেন্টিয়ার ঝুলছে জানালায়! গাড়ি ছুটছে হু হু করে, ভয়ঙ্কর ভিডিও ভাইরাল

