Murshidabad News: তলিয়ে গেল বাঁশের সেতু! বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, আতঙ্ক এলাকায়

Last Updated:

Murshidabad News: গ্রামবাসীরা জানান, সেই সেতু একমাত্র ভরসা। এই সেতু দিয়ে বহু ছাত্র ছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এর আগেও ভেঙে পড়ে সেতুটি। আপাতত একটি মাত্র ছোট নৌকা দিয়েই চলাচল করছে সেখানকার মানুষ।

+
সুতিতে

সুতিতে তলিয়ে গিয়েছে বাঁশের সেতু ও নবগ্রামে বাঁধ ভেঙে পড়ে 

মুর্শিদাবাদ: বর্তমানে প্রবল বৃষ্টির জেরে ঝাড়খণ্ডের জল ছাড়ার কারণে মুর্শিদাবাদ জেলার সুতিতে বাঁশের সেতু তলিয়ে গেল। অন্য দিকে, নবগ্রামে ব্রাহ্মণী নদীর ধস নেমে জলমগ্ন এলাকা, ঘটনাটি ঘটেছে নবগ্রামের মিলকি ডাঙ্গাপাড়া এলাকায়।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে জল বেড়ে যাওয়ায় বাঁশের সেতু ভেঙে বিপত্তি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি জল নেমে আসে মাসনা নদীতে। আর এরই মাঝে সামশেরগঞ্জের সাঁকরঘাটে শনিবার সন্ধ্যায় হঠাৎ করে বিকট শব্দ শুনতে পায় গ্ৰামবাসীরা। শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে তাঁরা দেখেন, ভেঙে পড়ে নদী পারাপারের একমাত্র বাঁশের সেতু। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজন।
advertisement
গ্রামবাসীরা জানান, সেই সেতু একমাত্র ভরসা। এই সেতু দিয়ে বহু ছাত্র ছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এর আগেও ভেঙে পড়ে সেতুটি। আপাতত একটি মাত্র ছোট নৌকা দিয়েই চলাচল করছে সেখানকার মানুষ। এই ভাবে সাধারণ গ্রামবাসীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বারবার। সরকার থেকে কোনও রকমে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেতু ভেঙে যাওয়ার ফলে ব্যাপক ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাঁকোরঘাট নপরা-সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে।
advertisement
advertisement
জানা যায়, অন্য দিকে নবগ্রামের হজবিবি ডাঙা অঞ্চলের মিল্কি ডাঙাপাড়া এলাকায় ব্রাহ্মণী নদীতে ধস নামতে থাকে। সেই ধস নামার কারণেই মিল্কি ডাঙাপাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। রবিবার ব্রাহ্মণী নদীর ধ্বস এখনও না কমায় নদীর জল ঢুকছে গ্রামে। এই নিয়ে সেখানে ছুটে যান নবগ্রাম থানার পুলিশ ও BDO অঙ্কিত আগরওয়াল। এ ছাড়াও নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ আরো অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকেই ওই নদীর বাঁধ সংস্কারের কাজ চলছে বলে জানা যায়। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: তলিয়ে গেল বাঁশের সেতু! বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement