Bankura News: জলের স্রোতে ভেসে যাচ্ছে ওটা কী! হাড় হিম করা দৃশ্য দেখে আঁতকে উঠল সকলে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: জলে ডুবে থাকা সেতু দিয়ে পার করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল একটি ট্রাক্টর। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন একটি এলাকায়।
বাঁকুড়া: জলে ডুবে থাকা সেতু দিয়ে পার করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল একটি ট্রাক্টর। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন একটি এলাকায়। দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে ছিলেন চালক সহ ৬ জন যাত্রী। যদিও দুর্ঘটনার পর ট্রাক্টর ছেড়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক সহ অন্যান্য যাত্রীরা।
মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের একেবারে পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। কয়েকদিনের বৃষ্টিতে এই শাখা নদীতেও বৃদ্ধি পায় জলস্তর । সেতু ডুবে যায় জলে। জীবনের ঝুঁকি থাকা সত্বেও ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন এক চালক।
advertisement
advertisement
আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বসে ছিলেন আরও পাঁচ জন শ্রমিক। সেতু দিয়ে পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর সেতু থেকে নিচের দিকে নেমে যায়। সৌভাগ্যবশত চালক ও যাত্রীরা প্রত্যেকেই সাঁতার জানায় কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন তাঁরা।এলাকার মানুষের দাবী সৌভাগ্যবশত এবারের মত পারাপারকারীরা রক্ষা পেলেও, এই নিচু সেতুতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে ওই জায়গায় উঁচু সেতু বানানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 3:13 PM IST