Bankura News: জলের স্রোতে ভেসে যাচ্ছে ওটা কী! হাড় হিম করা দৃশ্য দেখে আঁতকে উঠল সকলে

Last Updated:

Bankura News: জলে ডুবে থাকা সেতু দিয়ে পার করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল একটি ট্রাক্টর। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন একটি এলাকায়।

+
বাঁকুড়ায়

বাঁকুড়ায় ভেসে গেল ট্র্যাক্টর 

বাঁকুড়া: জলে ডুবে থাকা সেতু দিয়ে পার করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল একটি ট্রাক্টর। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন একটি এলাকায়। দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে ছিলেন চালক সহ ৬ জন যাত্রী। যদিও দুর্ঘটনার পর ট্রাক্টর ছেড়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক সহ অন্যান্য যাত্রীরা।
মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের একেবারে পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। কয়েকদিনের বৃষ্টিতে এই শাখা নদীতেও বৃদ্ধি পায় জলস্তর । সেতু ডুবে যায় জলে। জীবনের ঝুঁকি থাকা সত্বেও ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন এক চালক।
advertisement
advertisement
সব মিলিয়ে বসে ছিলেন আরও পাঁচ জন শ্রমিক। সেতু দিয়ে পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর সেতু থেকে নিচের দিকে নেমে যায়। সৌভাগ্যবশত চালক ও যাত্রীরা প্রত্যেকেই সাঁতার জানায় কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন তাঁরা।এলাকার মানুষের দাবী সৌভাগ্যবশত এবারের মত পারাপারকারীরা রক্ষা পেলেও, এই নিচু সেতুতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে ওই জায়গায় উঁচু সেতু বানানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: জলের স্রোতে ভেসে যাচ্ছে ওটা কী! হাড় হিম করা দৃশ্য দেখে আঁতকে উঠল সকলে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement