Child Labour: স্কুল যাওয়ার বয়সে ট্রেনে খেলা দেখিয়ে ভিক্ষা করতে হচ্ছে ৮ বছরের ছোট্ট কৃষ্ণাকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Child Labour: কৃষ্ণা ছেলেটিকে জিজ্ঞেস করা হয় সে কি স্কুল যেতে চায়?
রিষড়া : শিশুশ্রম প্রতিরোধ করার জন্য বদ্ধপরিকর ভারত সরকার। তার জন্য তৈরি হয়েছে শিশুশ্রম আইন। শিশুশ্রম আইনের নব্য সংস্করণ অনুযায়ী ১৪ বছরের কম বয়সি হলে তাদের শিশু হিসেবে গণ্য করা হবে। শিশুদের দিয়ে কোনও ধরনের উপার্জনমূলক কাজ করানো যাবে না। সব শিশু যাতে শিক্ষা পায় তার জন্য চালু হয়েছে সর্বশিক্ষা অভিযান। ঘরে ঘরে যাতে শিক্ষার আলো গিয়ে পৌঁছয়, তার জন্য সরকারি তরফে খোলা হয়েছে অনেক অঙ্গনওয়ারি স্কুলও। কিন্তু এত কিছুর পরেও ভারতবর্ষে শিশুশ্রম এখনও বন্ধ করা সম্ভব হয়নি।
হাওড়া থেকে মেন লাইনে ব্যান্ডেলগামী যে কোনও ট্রেনেই হঠাৎ দেখা মিলতে পারে কৃষ্ণার মতন অনেক বাচ্চার। যারা ট্রেনে উঠে ডিগবাজি খেয়ে ও নানা রকম জিমন্যাস্টিক্স ধরনের খেলা দেখিয়ে আপনার সামনে ভিক্ষার বাটি নিয়ে উপস্থিত হবে। কৃষ্ণার বয়স মাত্র আট বছর। সে থাকে রিষড়ার ৪ নম্বর গেট এলাকায়। এই এলাকাটি বস্তি এলাকা রূপে পরিচিত।
advertisement
আরও পড়ুন : রোগা বলে হীনমন্যতার শিকার? সাজুন এভাবে
এখানকার সমস্ত পরিবারই পেশায় শ্রমিক। কৃষ্ণা ছেলেটিকে জিজ্ঞেস করা হয় সে কি স্কুল যেতে চায়? তার উত্তরে বিষাদমাখা মুখে সে জানায়, স্কুল গেলে চলবে না। তাকে কাজ করতে হবে। না হলে যে হাঁড়িতে ভাত চড়বে না। সমাজের দারিদ্র্যসীমার নীচে যে সব মানুষ বসবাস করেন, তাঁরা সর্বদাই অবহেলিত।
advertisement
advertisement
আরও পড়ুন : হৃদরোগ এড়িয়ে সুস্থ থাকতে চান? রাঁধুন চিনেবাদামের তেলে
এই অবহেলিত মানুষের জীবন থেকে অবহেলা কোনওদিন যায় না। সমাজের তথাকথিত সর্বনিম্ন স্তরে থাকা মানুষগুলো যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা হয়তো তারা নিজেরাও জানে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 11:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Labour: স্কুল যাওয়ার বয়সে ট্রেনে খেলা দেখিয়ে ভিক্ষা করতে হচ্ছে ৮ বছরের ছোট্ট কৃষ্ণাকে