Fashion tips for skinny woman: রোগা বলে হীনমন্যতার শিকার? সাজুন এভাবে

Last Updated:

কিছু টিপস রইল, যাতে রোগা হলেও বাজিমাত করতে পারবেন সাজ সজ্জায়৷(Fashion tips for skinny woman)

Fashion tips for skinny woman
Fashion tips for skinny woman
একজনের আত্মবিশ্বাস চুরমার করে দেওয়ার জন্য বডি শেমিং যথেষ্ট৷ মেয়েরাই বেশি শিকার হন এই ট্রোলিংয়ের৷ যাঁর ওজন খুব বেশি, তাঁকেও শুনতে হয় নানা ঠাট্টা ও বিদ্রুপ৷ আবার যাঁর ওজন কম, তাঁকেও বডি শেমিংয়ের নিশানায় পড়তে হয়৷ রোগা বলে অনেকেই হীনমন্যতায় ভোগেন৷ এখানে কিছু টিপস রইল, যাতে রোগা হলেও বাজিমাত করতে পারবেন সাজ সজ্জায়৷(Fashion tips for skinny woman)
উজ্জ্বল রং-
কালো বাদে অন্য উজ্জ্বল রং বেছে নিন৷ তাহলে অতটা রোগা লাগবে না৷
advertisement
এড়িয়ে চলুন চাপা পোশাক-
চাপা পোশাক এড়িয়ে চলার চেষ্টা করুন৷ বেশি চাপা পোশাক পরলে আপনাকে আরও রোগা লাগবে৷
advertisement
সব সময় মোটা কাপড়ের বা ফ্যাব্রিকের পোশাক পরুন৷ এতে আপনার শরীর কার্ভি লাগবে, রোগা নয়৷
আরও পড়ুন : এই নিয়মগুলি মেনে দোলে রং খেলুন, রেহাই পাবে ত্বক ও চুল
উল্লম্ব স্ট্রাইপের পোশাক বাছুন-
যখনই স্ট্রাইপ দেওয়া পোশাক পরবেন, সব সময় হরাজন্টালের বদলে ভার্টিকাল স্ট্রাইপস বেছে নিন৷ তাতে আপনাকে রোগা লাগবে৷
advertisement
পেন্সিল স্কার্টের বদলে সব সময় ফ্লেয়ার্ড স্কার্ট বেছে নিন
সব সময় প্রিন্টেড কাপড়ের পোশাক পরুন৷ জংলা ছাপের টপ পরুন৷ তাহলে চেহারা অনেক বেশি কার্ভি মনে হবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fashion tips for skinny woman: রোগা বলে হীনমন্যতার শিকার? সাজুন এভাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement