Howrah News: বহুতল থেকে নীচে পড়ল শিশু, প্রাণ বাঁচল একটি কারণেই! হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে

Last Updated:

Howrah News: আচমকা বহু তলের ফ্ল‍্যাট থেকে নিচে পড়ল শিশু, কপাল জোরে কেবল তারে আটকে প্রাণ বাঁচল শিশুর।

+
বহুতল

বহুতল থেকে পড়ে ক্যাবলে ঝুলছে শিশু

হাওড়া, রাকেশ মাইতি:  কেবল তার বাঁচাল ছোট্ট শিশুর প্রাণ! শহরের আকাশের আবর্জনা যখন ঝামেলা ঝঞ্ঝার কারণ হয়ে দাঁড়ায়। সেই তার, মৃত্যু মুখ থেকে বাঁচাল শিশুর প্রাণ। ঘটনাটি ঘটেছে, বালি নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্বপাড়ায়।
এলাকায় একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ এবং ওই পরিবারের আত্মীয় যোগদান করেন। বহুতলের সেই ফ্ল্যাট থেকেই আচমকা শিশুটি ছাদ থেকে নিচে পড়ে ঘটে দুর্ঘটনা।
advertisement
advertisement
সকলে অনুষ্ঠানে মত্ত সেই সময় ফ্ল্যাটের উপর থেকে কোনওভাবে এক শিশু নিচে পড়ে যায়। ফ্ল্যাটের নিচ দিয়ে গিয়েছে সড়ক, সড়কের পাশেই ইলেকট্রিক পোস্ট, এক পোষ্ট থেকে অন্য পোষ্টে পৌঁছেছে বিভিন্ন পরিষেবার তার। বহুতল ফ্ল্যাট থেকে আচমকা নিচে পড়ার সময় হঠাৎ একটি কেবল তারে আটকে পড়ে শিশুটি। শিশুটি কয়েক সেকেন্ড ঝুলতে দেখা যায় সিসি ক্যামেরায়।
advertisement
স্থানীয়রা সেই দৃশ্য দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। রাস্তা অর্থাৎ মাটি থেকে প্রায় ১০-১৩ ফুট উচ্চতা থেকে একটি বাইক দাঁড় করিয়ে তার উপর উঠে কোনওরকমে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
advertisement
বাইরে কেবল টিভির তারের ওপর পড়ে যায় শিশুটি। দেখা মাত্রই স্থানীয় মানুষরা দৌড়ে এসে উদ্ধার করে শিশুটিকে। তবে আসল রক্ষা করেছে কেবল তারই। সেখানেই আটকে যায় শিশু। , যে কারণে শিশুটিকে বাঁচানোর সুযোগ হাতে পেয়েছেন স্থানীয়রাও। জীবন বাঁচানোর সেই ভয়ঙ্কর মুহূর্তটি সিসিটিভি ক্যামেরাতে বন্দি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বহুতল থেকে নীচে পড়ল শিশু, প্রাণ বাঁচল একটি কারণেই! হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement