Samantha Ruth Prabhu Marriage: বছরের শেষ মাসে জীবনের নতুন অধ‍্যায় শুরু! টুকটুকে লাল শাড়ি আর প্রাণোচ্ছ্বল হাসিতেই মিলল রাজ-সামান্থা

Last Updated:
Samantha Ruth Prabhu Marriage: ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোমবার সকালেই ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন নায়িকা। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিয়ের ছবি।
1/8
ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোমবার সকালেই ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন নায়িকা। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিয়ের ছবি।
ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোমবার সকালেই ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন নায়িকা। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিয়ের ছবি।
advertisement
2/8
বহুদিন ধরেই পরিচালক এবং অভিনেত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনেই। মাঝে দু'একটি ছবি ছাড়া আগাগোড়া সম্পর্ক আড়ালেই রেখেছিলেন দুই তারকা।
বহুদিন ধরেই পরিচালক এবং অভিনেত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনেই। মাঝে দু'একটি ছবি ছাড়া আগাগোড়া সম্পর্ক আড়ালেই রেখেছিলেন দুই তারকা।
advertisement
3/8
তবে সোমবার একেবারে বিয়ের পিঁড়িতে বসেই প্রেমে সিলমোহর দিলেন পরিচালক-অভিনেত্রী জুটি। বিয়ের ছবিও প্রকাশ করেছেন নায়িকা। লাল টুকটুকে শাড়িতে ছিমছাম সাজে সেজেছিলেন নায়িকা। খোঁপায় সাদা ফুল। সঙ্গে মানানসই গয়না। পাত্রেরও সাজও সাদামাটা।
তবে সোমবার একেবারে বিয়ের পিঁড়িতে বসেই প্রেমে সিলমোহর দিলেন পরিচালক-অভিনেত্রী জুটি। বিয়ের ছবিও প্রকাশ করেছেন নায়িকা। লাল টুকটুকে শাড়িতে ছিমছাম সাজে সেজেছিলেন নায়িকা। খোঁপায় সাদা ফুল। সঙ্গে মানানসই গয়না। পাত্রেরও সাজও সাদামাটা।
advertisement
4/8
জানা গিয়েছে বিয়ে হয়েছে লিঙ্গ ভৈরবী মন্দিরে। ইশা যোগা সেন্টারের ভেতরে খুব সকালে।’’ অনুষ্ঠানটা ইচ্ছাকৃতভাবে ছোট পরিসরে রাখা হয়েছিল, মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে বিয়ে হয়েছে লিঙ্গ ভৈরবী মন্দিরে। ইশা যোগা সেন্টারের ভেতরে খুব সকালে।’’ অনুষ্ঠানটা ইচ্ছাকৃতভাবে ছোট পরিসরে রাখা হয়েছিল, মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন।
advertisement
5/8
গত কয়েকমাস ধরেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। পেশাগতভাবে, তাদের সম্পর্ক শুরু হয় দ‍্য ফ‍্যামিলি ম‍্যান ২ (২০২১) থেকে। ফ‍্যামিলি ম‍্যান খ‍্যাত পরিচালক জুটি রাজ এন্ড ডিকে-রই একজন হলেন রাজ নিদিমোরু।
গত কয়েকমাস ধরেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। পেশাগতভাবে, তাদের সম্পর্ক শুরু হয় দ‍্য ফ‍্যামিলি ম‍্যান ২ (২০২১) থেকে। ফ‍্যামিলি ম‍্যান খ‍্যাত পরিচালক জুটি রাজ এন্ড ডিকে-রই একজন হলেন রাজ নিদিমোরু।
advertisement
6/8
এরপরেও বেশ কয়েকটি সিরিজে একসঙ্গে কাজ করেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। একসঙ্গে কাজ করার ফলে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়, যা পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।
এরপরেও বেশ কয়েকটি সিরিজে একসঙ্গে কাজ করেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। একসঙ্গে কাজ করার ফলে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়, যা পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।
advertisement
7/8
প্রসঙ্গত, সামান্থা এবং রাজ, দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। সামান্থার প্রাক্তন স্বামী সামান্থা এর আগে বিয়ে করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা নাগার্জুনের পুত্র নাগা চৈতন‍্যকে। অন‍্যদিকে পরিচালক রাজের প্রাক্তন স্ত্রী শ‍্যামলী দে।
প্রসঙ্গত, সামান্থা এবং রাজ, দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। সামান্থার প্রাক্তন স্বামী সামান্থা এর আগে বিয়ে করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা নাগার্জুনের পুত্র নাগা চৈতন‍্যকে। অন‍্যদিকে পরিচালক রাজের প্রাক্তন স্ত্রী শ‍্যামলী দে।
advertisement
8/8
বিয়ের চার বছর নাগার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন সামান্থা। ২০২২ সালে তাদের ডিভোর্স হয়। বর্তমানে অভিনেত্রী শোভিতা ধুলাপালাকে বিয়ে করেছেন নাগা চৈতন‍্য। '২৫-এ এসে গাঁটছড়া বাঁধলেন স‍ামান্থা।
বিয়ের চার বছর নাগার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন সামান্থা। ২০২২ সালে তাদের ডিভোর্স হয়। বর্তমানে অভিনেত্রী শোভিতা ধুলাপালাকে বিয়ে করেছেন নাগা চৈতন‍্য। '২৫-এ এসে গাঁটছড়া বাঁধলেন স‍ামান্থা।
advertisement
advertisement
advertisement