Suri Footballer: ফুটবলপায়ে কাঁটাবুনি থেকে মিশিগানের পথে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আদিবাসীকন্যাকে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Suri Footballer: ফুটবল দক্ষতায় যে কাউকে টেক্কা দিতে পারেন বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণী পাপিয়া । আর সেটাই জাতীয় দলে সুযোগ পাওয়ার মূল চাবিকাঠি ।
সিউড়ি : বীরভূমের সিউড়িরর কাঁটাবুনি গ্রামের আদিবাসী মেয়ে পাপিয়া যাচ্ছেন আমেরিকায় স্পেশাল অলিম্পিকে ফুটবল খেলতে । তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শুভেচ্ছাবার্তা ও কিছু উপহার তাঁর হাতে তুলে দেওয়া হল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী , জেলাশাসক বিধান রায়, সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।
জাতীয় দলে খেলবেন এ বার জেলার আদিবাসী তরুণী পাপিয়া মুর্মু । তাঁর বাড়ি বীরভূমের সিউড়ির নগরী কাঁটাবুনি গ্রামের আদিবাসী এলাকায় । আমেরিকার মিশিগানের ডেট্রয়েট শহরে ইউনিফায়েড ফুটবলের আসর বসবে জুলাইয়ের শেষে । ওই প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় মহিলা ফুটবল দল । তবে এ বার ওই দলের সদস্যা হতে চললেন পাপিয়া । ফুটবল দক্ষতায় যে কাউকে টেক্কা দিতে পারেন বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণী পাপিয়া । আর সেটাই জাতীয় দলে সুযোগ পাওয়ার মূল চাবিকাঠি । এই খবরে খুশি প্রশাসনও । তাই তারপরই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী ।
advertisement
advertisement
আরও পড়ুন : পোষা সারমেয়র আক্রমণ নিয়ে বিবাদ, ইটের আঘাতে নিহত ১
শুভেচ্ছাবার্তার সঙ্গেই তাঁকে দেওয়া হয় কিছু উপহারও । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা ও উপহার পেয়ে খুশি পাপিয়া ও তাঁর পরিবার । পাপিয়ার বাবা শিবলাল মুর্মু ও মা বালিকা মুর্মু বলেন, "মেয়ের জন্য গর্বিত । আরও এগিয়ে যাক।" পাপিয়া মুর্মু জানান, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উপহার পেয়ে খুব ভাল লাগছে । " জেলা শাসক বিধান রায় বলেন, " জেলার মেয়ে বাইরে খেলতে যাচ্ছে সত্যিই তা গর্বের । আরও এগিয়ে যাক ।" সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন , " ঘরের মেয়ে পাপিয়া বিদেশে খেলতে যাবে এ সত্যিই গর্বের । তাই তাঁর হাতে তুলে দিলাম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা ও উপহার । "
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2022 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri Footballer: ফুটবলপায়ে কাঁটাবুনি থেকে মিশিগানের পথে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আদিবাসীকন্যাকে