Suri Footballer: ফুটবলপায়ে কাঁটাবুনি থেকে মিশিগানের পথে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আদিবাসীকন্যাকে

Last Updated:

Suri Footballer: ফুটবল দক্ষতায় যে কাউকে টেক্কা দিতে পারেন বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণী পাপিয়া । আর সেটাই জাতীয় দলে সুযোগ পাওয়ার মূল চাবিকাঠি ।

 জাতীয় দলে খেলবেন এ বার জেলার আদিবাসী তরুণী পাপিয়া মুর্মু
জাতীয় দলে খেলবেন এ বার জেলার আদিবাসী তরুণী পাপিয়া মুর্মু
সিউড়ি : বীরভূমের সিউড়িরর কাঁটাবুনি গ্রামের আদিবাসী মেয়ে পাপিয়া যাচ্ছেন আমেরিকায় স্পেশাল অলিম্পিকে ফুটবল খেলতে । তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শুভেচ্ছাবার্তা ও কিছু উপহার তাঁর হাতে তুলে দেওয়া হল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী , জেলাশাসক বিধান রায়, সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।
জাতীয় দলে খেলবেন এ বার জেলার আদিবাসী তরুণী পাপিয়া মুর্মু । তাঁর বাড়ি বীরভূমের সিউড়ির নগরী কাঁটাবুনি গ্রামের আদিবাসী এলাকায় । আমেরিকার মিশিগানের ডেট্রয়েট শহরে ইউনিফায়েড ফুটবলের আসর বসবে জুলাইয়ের শেষে । ওই প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় মহিলা ফুটবল দল । তবে এ বার ওই দলের সদস্যা হতে চললেন পাপিয়া । ফুটবল দক্ষতায় যে কাউকে টেক্কা দিতে পারেন বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণী পাপিয়া । আর সেটাই জাতীয় দলে সুযোগ পাওয়ার মূল চাবিকাঠি । এই খবরে খুশি প্রশাসনও । তাই তারপরই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী ।
advertisement
advertisement
আরও পড়ুন :  পোষা সারমেয়র আক্রমণ নিয়ে বিবাদ, ইটের আঘাতে নিহত ১
শুভেচ্ছাবার্তার সঙ্গেই তাঁকে দেওয়া হয় কিছু উপহারও । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা ও উপহার পেয়ে খুশি পাপিয়া ও তাঁর পরিবার । পাপিয়ার বাবা শিবলাল মুর্মু ও মা বালিকা মুর্মু বলেন,  "মেয়ের জন্য গর্বিত । আরও এগিয়ে যাক।" পাপিয়া মুর্মু জানান, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উপহার পেয়ে খুব ভাল লাগছে । " জেলা শাসক বিধান রায় বলেন, " জেলার মেয়ে বাইরে খেলতে যাচ্ছে সত্যিই তা গর্বের । আরও এগিয়ে যাক ।" সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন , " ঘরের মেয়ে পাপিয়া বিদেশে খেলতে যাবে এ সত্যিই গর্বের । তাই তাঁর হাতে তুলে দিলাম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা ও উপহার । "
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri Footballer: ফুটবলপায়ে কাঁটাবুনি থেকে মিশিগানের পথে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আদিবাসীকন্যাকে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement