Chhath Puja 2023: ধুমধামের সঙ্গে পুরুলিয়ায় পালিত হল ছট, দেখুন উৎসবের ভিডিও
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
এ বিষয়ে ছট পুজো সমিতির এক সদস্য জানান , প্রতিবছরের মত এ বছরও বহু ভক্তের সমাগম হয়েছিল ছট পুজোয়। পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সমস্ত দিক থেকে সহযোগিতা পেয়েছেন
পুরুলিয়া: দুর্গোৎসবের মতই চারদিন ধরে পালিত হয় ছট পুজো। এই চার দিনের শেষ দু’দিন ছট ব্রতীরা বিভিন্ন নদী বা জলাশয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে থাকেন। কঠোর নিয়ম নীতি ও নিষ্ঠার সঙ্গে ছট পুজো করে থাকেন ব্রতীরা। পরিবারের মঙ্গল কামনায় তাঁরা এই পুজো করেন। পুরুলিয়া জেলার সর্বত্র ছট পুজোর আয়োজন হয়ে থাকে। পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর শেষ দু’দিনে কয়েক হাজার মানুষের সমাগম হতে দেখা গেল। ছটপুজো সমিতি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক থেকেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরই পাশাপাশি পুরুলিয়া পুরসভার পক্ষ থেকেও ছটে আগত মানুষদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা নিতে দেখা যায়।
এ বিষয়ে ছট পুজো সমিতির এক সদস্য জানান , প্রতিবছরের মত এ বছরও বহু ভক্তের সমাগম হয়েছিল ছট পুজোয়। পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সমস্ত দিক থেকে সহযোগিতা পেয়েছেন। ব্রতীরা সুষ্ঠুভাবেই ছট পুজো দিতে পেরেছে।
আরও পড়ুন: শহিদ জওয়ানের মা-বাবাকে বিশেষ সম্মাননা
advertisement
শুধুমাত্র সাহেব বাঁধই নয় জেলার অন্যান্য জায়গাতেও ছট পুজোয় ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মত। পুরুলিয়ার ঝালদা মহকুমার ঝালদা বাঁধাঘাটেও ছট ব্রতীদের ভিড় লক্ষ্য করা যায়। এ বিষয়ে ব্রতী জানান, পরিবারের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন। সুষ্ঠুভাবেই পুজো সম্পন্ন হয়েছে।
advertisement
বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষদের কাছেও ছট একটি বড় উৎসব। আনুষ্ঠানিকভাবে এই দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়া জেলাতে ছটের ধুম একটু বেশিই দেখা যায়। হবেনাই বা কেন, এককালে এই জেলা ছিল বিহারের অন্তর্ভুক্ত। পরে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পরেও বহু হিন্দি ভাষাভাষী মানুষ এই জেলায় বসবাস করেন। তাই ছট পুজোয় মেতে ওঠে পুরুলিয়াবাসীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2023 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2023: ধুমধামের সঙ্গে পুরুলিয়ায় পালিত হল ছট, দেখুন উৎসবের ভিডিও









