Birbhum News: শহিদ জ‌ওয়ানের মা-বাবাকে বিশেষ সম্মাননা

Last Updated:

প্রাক্তন সৈনিকদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল কোটাসুরের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে। মূলত ভারতীয় প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারের বিশেষ সুবিধার্থে 'বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি'-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

+
title=

বীরভূম: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছিল বীরভূমের বাসিন্দা এক ভারতীয় সেনার। মৃত জওয়ানের নাম গোপাল মান্ডি। মৃত্যুর খবর সিকিম থেকে ময়ুরেশ্বরের নান্দুলিয়া গ্রামে পৌঁছতেই উঠেছিল কান্নার রোল। এবার মৃত সৈনিকের পরিবারকে নিয়ে এক বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হল।
প্রাক্তন সৈনিকদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল কোটাসুরের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে। মূলত ভারতীয় প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারের বিশেষ সুবিধার্থে ‘বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
এখানে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহিদ জ‌ওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শহিদ জওয়ান গোপাল মান্ডির পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথিদের পাশাপাশি গোপাল মান্ডির মা-বাবাকে চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
advertisement
advertisement
বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির জেলা সম্পাদক মনোজিৎ ঘোষ জানান, যারা এয়ার ফোর্স, আর্মি,নেভি থেকে অবসর নিয়ে ফিরে আসেন তাঁদের পরবর্তী জীবনে যদি কোন‌ও সমস্যা হয়ে, সেই সমস্ত সমস্যার সমাধান করা হয়। অনেকে আছেন যারা অবসর নেওয়ার পরেও ঠিকমত পেনশন পাচ্ছেন না। তাঁদেরকে পেনশন পাইয়ে দেওয়ার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত কিছুই প্রদান করা হয়ে থাকে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: শহিদ জ‌ওয়ানের মা-বাবাকে বিশেষ সম্মাননা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement