Chhath Puja 2023: সূর্যকিরণের প্রথম ছটায় বাঁধভাঙা উচ্ছ্বাস, ভোরেই নদীর ঘাটে উপচে পড়া ভিড়

Last Updated:

পশ্চিম বর্ধমান জেলায় বিহারের হিন্দিভাষী মানুষজনের বসবাস অনেকটাই বেশি। ফলে ছট পুজো উপলক্ষে বিশেষ উৎসব দেখা গেল সর্বত্র

+
title=

পশ্চিম বর্ধমান: সারারাত জেগে প্রার্থনা। অপেক্ষা প্রথম সূর্য কিরণের। ভোর হতেই সূর্যকে সাক্ষী রেখে প্রণাম। ছট পুজো উপলক্ষে এদিন ভোরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল জেলার বিভিন্ন নদীঘাট এবং জলাশয়গুলোতে। একইসঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠলেন মানুষজন। শুক্রবার থেকে শুরু হওয়া ছট পুজোর সমাপ্তি হল সোমবার সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে।
পশ্চিম বর্ধমান জেলায় বিহারের হিন্দিভাষী মানুষজনের বসবাস অনেকটাই বেশি। ফলে ছট পুজো উপলক্ষে বিশেষ উৎসব দেখা যায় আসানসোল, দুর্গাপুরের প্রতিটা জায়গায়। আসানসোল, দুর্গাপুর, পানাগড় সহ জেলার প্রতিটি বড় শহর ও জনপদে ছটপুজোয় জাঁকজমক লক্ষ্য করা যায়। কালী পুজোর আগে থেকেই এখানে ছটের প্রস্তুতি শুরু হয়ে যায়। অন্যদিকে প্রশাসনিক মহলেও থাকে সতর্কতা।
advertisement
advertisement
চলতি বছরেও আসানসোল, দুর্গাপুর এবং পানাগড়ের বিভিন্ন প্রসিদ্ধ নদীঘাটগুলিতে ছটপুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সব জায়গাগুলিতে করা হয়েছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা। একইসঙ্গে ছিল শৌচালয় এবং মহিলাদের জন্য পোশাক বদল করার জায়গা। পুণ্যার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেজন্য পুরনিগমের পক্ষ থেকে নানান ব্যবস্থা নেওয়া হয়েছিল। একইসঙ্গে পুলিশ প্রশাসন তৎপর ছিল নিরাপত্তা দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে।
advertisement
উল্লেখ্য, রবিবার বিকেল থেকেই ছট পুজোর জন্য ব্রতীরা বিভিন্ন ঘাটগুলিতে ভিড় করেছিলেন। তারপর সারা রাত ধরে তাঁরা অপেক্ষা করেছেন সূর্যোদয়ের জন্য। সূর্যের প্রথম আলো দেখতে পাওয়ার পরই রীতিমত উৎসব, আনন্দে মেতে ওঠে মানুষজন। চলে কুশল বিনিময়। পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা জানান ব্রতীরা। তারপর গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ব্রতর সমাপ্তি হয়।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2023: সূর্যকিরণের প্রথম ছটায় বাঁধভাঙা উচ্ছ্বাস, ভোরেই নদীর ঘাটে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement