শাড়ি নয়, নবম শ্রেণি থেকে এবার সালোয়ার! হঠাৎ বড় সিদ্ধান্ত এই স্কুলে

Last Updated:

অভিভাবকদের বক্তব্য, স্কুলে যাওয়ার সময় শাড়ি পরতে গিয়ে অনেকের দেরি হয়ে যায়। তাছাড়া শাড়ি পরে সাইকেল চালাতে অসুবিধা হয়। সাইকেলের চেনে শাড়ি জড়িয়ে যায়। দুর্ঘটনাও ঘটে। সালোয়ার কামিজ পরার ক্ষেত্রে সময় যেমন কম লাগে তেমনি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়ুয়ারা৷

#কালনা: শাড়ি পরে সাইকেল চালানো অসুবিধা জনক। তাছাড়া তাতে পদে পদে দুর্ঘটনার ঝুঁকি থাকে। শাড়ি পরতে সময়ও বেশি লাগে।তাই শাড়ির বদলে সালোয়ার কামিজ পরার প্রস্তাব দিয়েছিলেন অভিভাবকরা। সেই প্রস্তাব মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলের পোশাক পরিবর্তন করতে উদ্যোগী হয়েছে কালনার হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়। খুব তাড়াতাড়ি নয়া পোশাক বিধি চালু হয়ে যাবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ডিসেম্বর মাসে নোটিশ দিয়ে তা ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
কালনার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়। নবম থেকে দশম শ্রেণির ছাত্রীদের শাড়ি পরা বাধ্যতামূলক ছিল। দীর্ঘদিন ধরেই অভিভাবকদের একটা বড় অংশ শাড়ির পরিবর্তে সালোয়ার কামিজকে স্কুল পোশাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে গুরুত্ব দিয়েই অভিভাবকদের কাছ থেকে লিখিত মতামত চাওয়া হয়। বেশিরভাগ অভিভাবকই আগামী শিক্ষাবর্ষ থেকে এই চার শ্রেণির ছাত্রীদের পোশাক সালোয়ার কামিজ করার পক্ষে মত দিয়েছেন।
advertisement
অভিভাবকদের বক্তব্য, স্কুলে যাওয়ার সময় শাড়ি পরতে গিয়ে অনেকের দেরি হয়ে যায়। তাছাড়া শাড়ি পরে সাইকেল চালাতে অসুবিধা হয়। সাইকেলের চেনে শাড়ি জড়িয়ে যায়। দুর্ঘটনাও ঘটে। সালোয়ার কামিজ পরার ক্ষেত্রে সময় যেমন কম লাগে তেমনি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়ুয়ারা৷ সে কারণেই শাড়ির বদলে সালোয়ার কামিজ পরার প্রস্তাব দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
কী রংয়ের সালোয়ার কামিজ স্কুল পোশাকের অন্তর্ভুক্ত হবে তা ঠিক করে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা গিয়েছে, নবম ও দশম শ্রেণির ছাত্রীদের সাদা রংয়ের সালোয়ার কামিজ পড়তে হবে। তেমনই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা পড়বে সাদা ও লাল রঙের সালোয়ার কামিজ। কোমরে সবারই লাল রঙের বেল্ট থাকবে। স্কুলের প্রধান শিক্ষিকা ফাল্গুনী মল্লিক জানান, পরিচালন সমিতির বৈঠকে অভিভাবকদের মত নিয়ে সালোয়ার কামিজকে নতুন ইউনিফর্ম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাক বিধি কেমন হবে তা স্কুলের তরফে ডিসেম্বর মাসে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শাড়ি নয়, নবম শ্রেণি থেকে এবার সালোয়ার! হঠাৎ বড় সিদ্ধান্ত এই স্কুলে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement