Chandannagar child death mystery: ময়নাতদন্তে মিলল না খুনের প্রমাণ, চন্দননগরে কীভাবে খুন শিশু? পরিবারের দাবি ঘিরেই রহস্য

Last Updated:

বুধবার চন্দনগরের কুণ্ডুঘাট এলাকায় একাই ছিল ৬ বছরের শিশুটি৷ বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায়৷

চন্দননগরে শিশু মৃত্যু কাণ্ডে বাড়ছে রহস্য৷
চন্দননগরে শিশু মৃত্যু কাণ্ডে বাড়ছে রহস্য৷
সোমনাথ ঘোষ, চন্দননগর: চন্দননগরে ৬ বছরের বালকের মৃত্যুর ঘটনায় আরও জটিল হল রহস্য৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শিশুটিকে খুনের কোনও প্রমাণ মেলেনি বলেই জানাল পুলিশ৷ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, শিশুটির স্নায়ুরোগ সংক্রান্ত সমস্যা ছিল৷ সেই সংক্রান্ত কোনও অসুস্থতা থেকেই শিশুটির মৃত্যু হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি ভিসেরা পরীক্ষার জন্যও শিশুটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
বুধবার চন্দনগরের কুণ্ডুঘাট এলাকায় একাই ছিল ৬ বছরের শিশুটি৷ বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায়৷ শিশুটির বাবা এ দিন সকালে দাবি করেন, বাড়ির আলমারি থেকে খোয়া নগদ ৪০ হাজার টাকা এবং গয়না চুরি হয়েছে৷ ডাকাতি করতে এসেই কেউ শিশুটিকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি৷
advertisement
advertisement
গোটা ঘটনাক্রম এবং পরিবারের দাবির মধ্যে অসঙ্গতি থাকায় এ দিন শিশুটির বাবা মা এবং দিদিকে প্রায় সাড়ে ছ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারও৷ শিশুটির মা ঘন ঘন বয়ান বদল করছেন৷ তাঁকে কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছে পুলিশ৷
advertisement
শিশুটির পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের দাবি, ঘটনার সময় শিশুটির বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল৷ ফলে বাইরে থেকে কেউ এসে খুন করেছে, এই তত্ত্ব ধোপে টিকছে না৷
পাশাপাশি শিশুটির বাবা টাকা চুরির অভিযোগ করলেও পরে জানিয়েছেন, খোয়া যাওয়া টাকার মধ্যে দশ হাজার টাকা অন্য জায়গা থেকে খুঁজে পেয়েছেন তিনি৷ ফলে তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেই আপাতত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar child death mystery: ময়নাতদন্তে মিলল না খুনের প্রমাণ, চন্দননগরে কীভাবে খুন শিশু? পরিবারের দাবি ঘিরেই রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement