Chandannagar child death mystery: ময়নাতদন্তে মিলল না খুনের প্রমাণ, চন্দননগরে কীভাবে খুন শিশু? পরিবারের দাবি ঘিরেই রহস্য

Last Updated:

বুধবার চন্দনগরের কুণ্ডুঘাট এলাকায় একাই ছিল ৬ বছরের শিশুটি৷ বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায়৷

চন্দননগরে শিশু মৃত্যু কাণ্ডে বাড়ছে রহস্য৷
চন্দননগরে শিশু মৃত্যু কাণ্ডে বাড়ছে রহস্য৷
সোমনাথ ঘোষ, চন্দননগর: চন্দননগরে ৬ বছরের বালকের মৃত্যুর ঘটনায় আরও জটিল হল রহস্য৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শিশুটিকে খুনের কোনও প্রমাণ মেলেনি বলেই জানাল পুলিশ৷ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, শিশুটির স্নায়ুরোগ সংক্রান্ত সমস্যা ছিল৷ সেই সংক্রান্ত কোনও অসুস্থতা থেকেই শিশুটির মৃত্যু হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি ভিসেরা পরীক্ষার জন্যও শিশুটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
বুধবার চন্দনগরের কুণ্ডুঘাট এলাকায় একাই ছিল ৬ বছরের শিশুটি৷ বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায়৷ শিশুটির বাবা এ দিন সকালে দাবি করেন, বাড়ির আলমারি থেকে খোয়া নগদ ৪০ হাজার টাকা এবং গয়না চুরি হয়েছে৷ ডাকাতি করতে এসেই কেউ শিশুটিকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি৷
advertisement
advertisement
গোটা ঘটনাক্রম এবং পরিবারের দাবির মধ্যে অসঙ্গতি থাকায় এ দিন শিশুটির বাবা মা এবং দিদিকে প্রায় সাড়ে ছ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারও৷ শিশুটির মা ঘন ঘন বয়ান বদল করছেন৷ তাঁকে কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছে পুলিশ৷
advertisement
শিশুটির পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের দাবি, ঘটনার সময় শিশুটির বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল৷ ফলে বাইরে থেকে কেউ এসে খুন করেছে, এই তত্ত্ব ধোপে টিকছে না৷
পাশাপাশি শিশুটির বাবা টাকা চুরির অভিযোগ করলেও পরে জানিয়েছেন, খোয়া যাওয়া টাকার মধ্যে দশ হাজার টাকা অন্য জায়গা থেকে খুঁজে পেয়েছেন তিনি৷ ফলে তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেই আপাতত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar child death mystery: ময়নাতদন্তে মিলল না খুনের প্রমাণ, চন্দননগরে কীভাবে খুন শিশু? পরিবারের দাবি ঘিরেই রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement