#কলকাতা: অবশেষে কি বাস্তবায়িত হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান? কে কত টাকা দেবে তা নিয়ে কার্যত সহমত কেন্দ্র-রাজ্য। নবান্ন সূত্রে খবর, কয়েক দশক ধরে আটকে থাকা এই প্রকল্পের বাস্তবায়নে ৬০% অর্থ দিতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার৷ বাকি চল্লিশ শতাংশ অর্থ দেবে রাজ্য। শেষ পর্যন্ত কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে কাজ শুরু হলে প্রতি বছর বর্ষায় বানভাসি হওয়া থেকে মুক্তি পেতে পারে ঘাটাল৷
গত বছরই বন্যার সময় ঘাটাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশেই ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের প্রস্তাব জমা দিল রাজ্য। নীতি আয়োগ ও কেন্দ্রীয় জলশক্তি দপ্তরের সঙ্গে দেখাও করেন রাজ্যের মন্ত্রী ও সাংসদরা৷ সেই দলে ছিলেন ঘাটালের সাংসদ দেবও৷
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই ফের তলব, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অনুব্রতকে ডাকল সিবিআই
কে কত টাকা দেবে তা নিয়ে দীর্ঘ কয়েক মাস টানাপোড়েন চলার পর অবশেষে দু' পক্ষই সহমত হয়েছে বলেই সূত্রের খবর। সবমিলিয়ে প্রকল্পের খরচ স্থির হয়েছে ১২৮০ কোটি টাকা৷
সেচ দপ্তর সূত্রের খবর ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ৫০০ কোটি টাকা খরচ করে ফেলেছে। প্রস্তাবে তাও জানানো হয়েছে কেন্দ্রকে। রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও জানিয়েছেন, দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানে অনুমোদনের জন্য কয়েকদিনের মধ্যেই ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের তরফে কথা বলা হবে৷ সেচমন্ত্রীর অবশ্য দাবি, কেন্দ্র টালবাহানা করলেও নিজস্ব উদ্যোগেই ঘাটালের বন্যা সমস্যা সমাধানে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ghatal