Mahua Maitra: কলকাতার পর কৃষ্ণনগরে পার্টি অফিসেও সিবিআই! ভোটের মুখে বিরাট চাপে মহুয়া
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সকালেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার তৃণমূল প্রাক্তন সাংসদের কার্যালয়েও পৌঁছল সিবিআই আধিকারিকদের দল।
নদীয়া: সকালেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার তৃণমূল প্রাক্তন সাংসদের কার্যালয়েও পৌঁছল সিবিআই আধিকারিকদের দল। সূত্রের খবর অনুযায়ী, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে মহুয়ার বিরুদ্ধে। এই বিষয়ের তদন্তেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা।
সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই বিষয়কে সামনে রেখেই প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছিল সিবিআই। আলিপুরের ফ্ল্যাটের পর এবার মহুয়ার কৃষ্ণনগরের পার্টি অফিসেও পৌঁছল সিবিআই আধিকারিকদের দল।
advertisement
advertisement
সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷ পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷
advertisement
নিশিকান্ত দুবে নিজেও মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা জানিয়েছেন৷ বিজেপি সাংসদ লিখেছেন, ‘সত্যের জয় হল৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হিরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন৷’
Ranjit Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Maitra: কলকাতার পর কৃষ্ণনগরে পার্টি অফিসেও সিবিআই! ভোটের মুখে বিরাট চাপে মহুয়া