Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের কুর্সিতে স্ত্রী সুনীতা? বড় চমক দিতে পারে আপ, জোর জল্পনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার রাতেই আবগারি মামলায় গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেল থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর পাঠানো বার্তা জানালেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতেই আবগারি মামলায় গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেল থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর পাঠানো বার্তা জানালেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
ঠিক যেরকমভাবে বসে এতদিন সাংবাদিক সম্মেলন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী, সেই একইরকম ভাবে, চেয়ারে বসেই জেল থেকে পাঠানো দিল্লির মুখ্যমন্ত্রীর বার্তা পড়ে শোনালেন তাঁর স্ত্রী। আপ শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলে। ফলে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে?
সূত্রের খবর অনুযায়ী, দিল্লির মুখ্যমন্ত্রী পদে উঠে আসছে তিনটি নাম। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা, এবং আম আদমি পার্টির দুই মন্ত্রী অতিশী মারলেনী এবং সৌরভ ভরদ্বাজের নাম উঠে আসছে। তবে কেজরিওয়ালের সাংবাদিক সম্মেলনের একইরকম ‘কুর্সি’তে বসেই এদিন বার্তা শোনালেন সুনীতা। পেছনে দেখা গিয়েছে চেনা ভগত সিং এবং ড: বি আর আম্বেদকরের ছবি।
advertisement
advertisement
মেসেজ পড়ার আগে সুনীতা বলেন, ‘‘জেল থেকে বার্তা পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।’’ অরবিন্দের বার্তা, ‘‘গতকাল আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি ভেতরে থাকি বা বাইরে, প্রতি মুহূর্তে দেশের সেবা করে যাব।’’
मुख्यमंत्री @ArvindKejriwal जी ने देशवासियों के लिए Jail से भेजा संदेश:
मुख्यमंत्री जी की धर्मपत्नी @KejriwalSunita जी ने पढ़ा संदेश:
मुझे गिरफ़्तार कर लिया गया है। मैं लोहे का बना हूँ।
मेरे शरीर का एक-एक कण देश के लिए है। मेरा जीवन ही संघर्ष के लिए हुआ है।
कुछ देश के अंदर और… pic.twitter.com/flpap0kasa
— AAP (@AamAadmiParty) March 23, 2024
advertisement
জেল থেকেই আপ নেতার বার্তা,‘‘আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উত্সর্গীকৃত। আমার শরীরের প্রতিটি কোষ দেশের জন্য। এই পৃথিবীতে আমার জন্ম শুধু সংগ্রামের জন্য। আজ পর্যন্ত অনেক সংগ্রাম করেছি, ভবিষ্যতেও করব। আমার জীবনে অনেক সংগ্রাম লেখা আছে। তাই এই গ্রেফতার আমাকে আর অবাক করে না। আমাদের ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ করতে হবে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব।’’
advertisement
সুনীতা কেজরিওয়াল জানালেন, অরবিন্দ বলেছেন, ‘‘আপনাদের সকলের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আগের জন্মে নিশ্চই অনেক পূণ্য করেছি, তাই ভারতে জন্মেছি। আমরা সকলে মিলে আবার ভারতে মহান বানাব। দিল্লিতে আমার মা বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল তো জেলে, এবার কী হবে। জানি না হাজার টাকা আবার পাব কি না। সমস্ত মা বোনেদের কাছে আমার বার্তা, আপনাদের ভাই এবং ছেলের উপর ভরসা রাখুন।’’
advertisement
স্ত্রী সুনীতার উদ্দ্যেশ্যে বলেন, ‘‘আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব।’’কেজরিওয়াল তার বার্তায় দিল্লির মা-বোনদের মন্দিরে গিয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি আম আদমি পার্টির কর্মীদের কাছেও আবেদন, সমাজসেবার কাজ যেন বন্ধ না হয়। তাঁর বার্তা,‘‘বিজেপির লোকদেরও ঘৃণা করবেন না। তারা সবাই আমাদের ভাই-বোন।’’
মিডিয়া রিপোর্ট অনুসারে, আপাতত অতীশি, ভরদ্বাজ এবং মন্ত্রী কৈলাশ গাহলট দিল্লিতে সরকার পরিচালনা চালিয়ে যাবেন। এদিকে, পাঠক, রাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলের নির্বাচনী প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছেন। যদিও আইনত জেলে থেকেও মুখ্যমন্ত্রীর কাজ করা যায়। এ বিষয়ে পার্টির পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 2:27 PM IST