Home /News /south-bengal /
West Bengal News: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে

West Bengal News: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

West Bengal News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

 • Share this:

  #সবং: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই। কয়েকমাস পর সোমবার রাতে সিবিআই এই ঘটনায় গ্রেফতার করল তিন জনকে। ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই৷ গত বছরের ৪ মে ঘটনাটি ঘটেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের মারকুন্ডা গ্রামে। মৃতের নাম বিশ্বজিৎ মহেশ (৪৫)।

  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের। গত ৪ মে সন্ধ্যায় জমি নিয়ে বিবাদ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত তা গড়ায় খুনে। মৃতের ছেলে সত্যজিৎ মহেশ জানান, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে। জ্যাঠা-কাকার সঙ্গে বচসা হয়। তখনই তাঁর বাবাকে উঠোনে টেনে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে জেঠু বিদ্যুৎ মহেশ।

  আরও পড়ুন: কলকাতায় হঠাৎ কমছে বাসের সংখ্যা! আরও ভোগান্তি অপেক্ষায়? 'কারণ' শুনলে চমকে উঠবেন

  ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপর মৃতদেহটিকে পুকুরে ফেলে চলে যায় কাকা, জ্যাঠা। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর কাছে। এবং তারপরেই দীর্ঘ কয়েকমাস পর গতকাল রাতে সবংয়ের মারকন্ডুচক এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে সিবিআই। সম্পর্কে মৃতের বৌদি, বৌমা ও ভাইপোকে গ্রেফতার করে সিবিআই। আজই তাদের আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Murder, West Bengal news

  পরবর্তী খবর