West Bengal News: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে

Last Updated:

West Bengal News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#সবং: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই। কয়েকমাস পর সোমবার রাতে সিবিআই এই ঘটনায় গ্রেফতার করল তিন জনকে।
ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই৷ গত বছরের ৪ মে ঘটনাটি ঘটেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের মারকুন্ডা গ্রামে। মৃতের নাম বিশ্বজিৎ মহেশ (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের। গত ৪ মে সন্ধ্যায় জমি নিয়ে বিবাদ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত তা গড়ায় খুনে। মৃতের ছেলে সত্যজিৎ মহেশ জানান, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে। জ্যাঠা-কাকার সঙ্গে বচসা হয়। তখনই তাঁর বাবাকে উঠোনে টেনে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে জেঠু বিদ্যুৎ মহেশ।
advertisement
advertisement
ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপর মৃতদেহটিকে পুকুরে ফেলে চলে যায় কাকা, জ্যাঠা। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর কাছে। এবং তারপরেই দীর্ঘ কয়েকমাস পর গতকাল রাতে সবংয়ের মারকন্ডুচক এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে সিবিআই। সম্পর্কে মৃতের বৌদি, বৌমা ও ভাইপোকে গ্রেফতার করে সিবিআই। আজই তাদের আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement