Purba Bardhaman News: মাত্র ৩ টাকায় ফুলকপি! অবাক লাগলেও সত্যি, কোফতা-রসা বানাতে কোথায় গিয়ে কিনবেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Purba Bardhaman News: এক ধাক্কায় ফুলকপি একেবারে সর্বোনিম্ন পাইকারিদাম দুই থেকে সাড়ে তিন টাকায় বিক্রি হচ্ছে। আর সর্বোচ্চ ন'টাকায় বিক্রি হচ্ছে৷ কিছুদিন আগেও ১০ থেকে ১২ টাকা পর্যন্ত ফুলকপির দাম পেয়েছেন চাষিরা৷
পূর্ব বর্ধমান: ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র তিন টাকায়! শুনতে অবাক লাগলেও আদতে এমনটাই ঘটেছে।পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আমদানীর ধাক্কায় ফুলকপির দাম কমে হল তিন টাকা। বাজারে ফুলকপির ছড়াছড়ি অথচ কেনার লোক নেই৷ এক ধাক্কায় ফুলকপি একেবারে সর্বোনিম্ন পাইকারিদাম দুই থেকে সাড়ে তিন টাকায় বিক্রি হচ্ছে। আর সর্বোচ্চ ন’টাকায় বিক্রি হচ্ছে৷ কিছুদিন আগেও ১০ থেকে ১২ টাকা পর্যন্ত ফুলকপির দাম পেয়েছেন চাষিরা৷ কিন্তু আচমকা এই সবজির দাম কমে গিয়েছে৷ পূর্বস্থলীর পারুলিয়া, কালেখাঁতলা, ফলেয়া স্টেশন বাজারগুলিতে একই ছবি দেখা গিয়েছে৷ বাজারে এতটাই আমদানি হয়েছে যে অনেক চাষির ফুলকপি বিক্রি না হওয়ার কারণে তারা হতাশ হচ্ছেন।
ফুলকপি চাষি নুরুল ইসলাম শেখ বলেছেন, “আমাদের প্রচুর লোকসান হবে। বিঘা প্রতি চাষ করতে খরচ হয়েছে ২০/২২ হাজার টাকা । কিন্তু বিক্রি করে সেই টাকাও উঠবে না। বাজারে ফুলকপি এনেছিলাম সব বিক্রিও হয়নি।” পূর্ব বর্ধমান জেলার সবজি ভাণ্ডার বলা হয় পূর্বস্থলী ২ ব্লককে। বিঘার পর বিঘা জমিতে সারাবছরই সবজি চাষ করে থাকেন এলাকার চাষিরা৷ এই এলাকায় পাঁচটি বড় পাইকারি সবজি বাজারও রয়েছে। এরমধ্যে সব থেকে বড় পাইকারি বাজার হল কালেখাতলায়। এছাড়া পারুলিয়া, ফলেয়া, জামালপুর মোড়, বিশ্বরম্ভাতেও পাইকারি সবজি বাজার রয়েছে। প্রত্যেক দিন প্রায় লক্ষ লক্ষ টাকার সবজি সবই বিক্রি হয় এই বাজার গুলি থেকে।
advertisement
দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সবজি ব্যবসায়ীরা পূর্বস্থলীর আড়ত থেকে সবজি ক্রয় করে থাকেন। সারা বছর বিভিন্ন রকম শাকসবজি আমদানি হয়। ফলনও বেশ ভালই হয়। তবে প্রতি বছর শীতের মরশুমে জানুয়ারি মাস পর্যন্ত ফুলকপির দাম কমে যায়৷ তখন এক টাকাতেও পাইকারি ফুলকপি পাওয়া যায়৷ কিন্তু এবার নভেম্বর মাসেই ফুলকপির দাম কমে গিয়েছে৷ এই বিষয়ে আড়তদার নারায়ণ চন্দ্র ঘোষ বলেন, “ফুলকপি কেনার লোক নেই। প্রচুর আমদানি হয়েছে বাজারে। কয়েকদিন আগেও চাষিরা ভাল দাম পেয়েছন। কিন্তু এখন এত আমদানি কেনার লোক নেই।”
advertisement
advertisement
চলতি বছর ধাপে ধাপে বৃষ্টি হওয়ার কারণে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বিশ্বরম্ভা-সহ বিভিন্ন এলাকার ফুলকপির জমি নষ্ট হয়ে গিয়েছিল৷ এর ফলে স্বভাবতই দাম বাড়ার আশঙ্কা ছিল৷ কিন্তু আচমকা দাম কমে যাওয়ায় চাষের খরচ নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা৷ চাষিদের কথায় এভাবে দাম নেমে গেলে চাষের খরচটুকু উঠবে না৷ সবমিলিয়ে বর্তমানে চরম চিন্তায় রয়েছেন ফুলকপি চাষিরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: মাত্র ৩ টাকায় ফুলকপি! অবাক লাগলেও সত্যি, কোফতা-রসা বানাতে কোথায় গিয়ে কিনবেন