South 24 Parganas News: ৯:৪৫ থেকে মাধ্যমিক শুরু হওয়ায় বিপাকে সুন্দরবনের পরীক্ষার্থীরা

Last Updated:

পূর্ব ঘোষণা মতো ২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পরীক্ষার শুরু হলেও সময় এগিয়ে আসায় সমস্যায় পড়েছে প্রান্তিক এলাকার পরীক্ষার্থীরা, চিন্তা বেড়েছে অভিভাবকদের

+
মাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষার্থী

দক্ষিণ ২৪ পরগনা: মাধ্যমিক পরীক্ষার সময় দু’ঘণ্টা এগিয়ে আসায় চরম সমস্যায় পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীরা। কীভাবে সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য গত বছরেও ১১:৪৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও এ বছর সপ্তাহখানেক আগে হঠাৎই মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানায় ৯:৪৫ থেকে শুরু হবে এবারের পরীক্ষা।
পূর্ব ঘোষণা মতো ২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পরীক্ষার শুরু হলেও সময় এগিয়ে আসায় সমস্যায় পড়েছে প্রান্তিক এলাকার পরীক্ষার্থীরা, চিন্তা বেড়েছে অভিভাবকদের। যদিও এই সময় বদলের কারণ জানা যায়নি। পর্ষদের এই সিদ্ধান্তে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামীণ এলাকার পরীক্ষার্থীদের সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেকেই ব্যাপক ভোগান্তির আশঙ্কা করছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বা প্রশাসন সরকারিভাবে কিছু না বললেও একটি সূত্র থেকে বলা হচ্ছে, দেরিতে পরীক্ষা শেষ হলে প্রান্তিক এলাকার পড়ুয়াদের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। সেই সমস্যা মেটাতেই সময় এগিয়ে আনা হয়েছে। তবে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর রাজ্য সাধারণ সম্পাদক এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এইভাবে সময় পরিবর্তনের ফলে বিভ্রান্তি তৈরি হবে। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের অনেক ছাত্রছাত্রী আছে তাদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যেতে অনেকটা সময় লাগে। কাউকে আবার নদী পেরিয়ে আসতে হয়। হঠাৎ সময় এগিয়ে আনায় এবার পড়ুয়াদের অনেক বেশি আগে বাড়ি থেকে বের হতে হবে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৯:৪৫ থেকে মাধ্যমিক শুরু হওয়ায় বিপাকে সুন্দরবনের পরীক্ষার্থীরা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement