Business News: রাস্তার ধারে ব্যবসা করছেন? নির্দিষ্ট এই সরকারি কাগজ রয়েছে তো? না হলেই বড় বিপদ

Last Updated:

Bangla News: বারুইপুর আদিগঙ্গা বাইপাস সংলগ্ন কল্যাণপুর রোডের ধারে দোকান থেকে আসে না রেভিনিউ, তৎপর প্রশাসন।

+
পরিদর্শনে

পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি

বারুইপুর: দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় তথা বারুইপুর আদিগঙ্গা বাইপাস সংলগ্ন কল্যাণপুর রোডের ধারে জেলা পরিষদের যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলি থেকে ১০-১৫ বছর খাজনা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তার জেরে জেলা পরিষদের সভাধিপতি-সহ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মদক্ষ ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিয়ে পরিদর্শন করলেন।
দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদের অধীনস্ত রাস্তার পাশে বেআইনি দোকান ঘর গজিয়ে উঠেছে একাধিক। সেখানে বছরে পর বছর কোনও খাজনা দেওয়া হয় না। তাই জেলা পরিষদের সভাধিপতি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জেলা পরিষদের এই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করে।
আরও পড়ুনঃ চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ আর বরফ! মরশুমের প্রথম তুষারপাতে ঢাকল পাহাড়
সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল জানান, বছরে পর বছর এই সমস্ত দোকান থেকে কোনও খাজনা মেলে না। নতুন দায়িত্ব পেয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের যেখানে সব এলাকায় দোকান এবং খালি জায়গা রয়েছে, সেখান থেকে যাতে খাজনা তোলা যায়, সেটা দেখব। যাতে এই সমস্ত রেভিনিউ দিয়ে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি।
advertisement
advertisement
তিনি আরও বলেন, কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় বেআইনি ভাবে জমি দখল করে ব্যবসা করছিলেন কিছু ব্যবসায়ী। তাঁদের সতর্ক করা হয়েছে। দরপত্রের মাধ্যমে ওই জমি লিজ়ে দেওয়া হবে। ব্যবসায়ীরা লিজ় নিয়ে ব্যবসা করতে পারবেন। দফতরের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business News: রাস্তার ধারে ব্যবসা করছেন? নির্দিষ্ট এই সরকারি কাগজ রয়েছে তো? না হলেই বড় বিপদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement