East Bardhaman News:দিনভর ক্রেতারা খেলেন ফ্রী ফুচকা! অভিনবভাবে নববর্ষ উদযাপন

Last Updated:

বর্ধমানের এই ফুচকাওয়ালা যেভাবে নববর্ষের দিনটা কাটালেন তা জানলে সত্যিই ভাল লাগবে।

+
শ্যামল

শ্যামল দেবনাথ 

পূর্ব বর্ধমান : নববর্ষ বাঙালির একটা অন্যতম প্রধান উৎসব। নববর্ষ মানেই যেন লাড্ডু, মিঠাই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। সকলেই নববর্ষের দিনটা হয়ত খুবই আনন্দের সঙ্গে কাটিয়েছেন। তবে বর্ধমানের এই ফুচকাওয়ালা যেভাবে নববর্ষের দিনটা কাটালেন তা জানলে সত্যিই ভাল লাগবে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা শ্যামল দেবনাথ, পেশায় ফুচকা বিক্রেতা। প্রত্যেকদিন তিনি কাটোয়া শহরের একটি জায়গায় ভ্যানে করে ফুচকা বিক্রি করেন।
সেরকমই নববর্ষের দিনেও তিনি ফুচকা বিক্রি করেছেন। তবে প্রতিবছর নববর্ষের দিন ফুচকাওয়ালা শ্যামল এক বিশেষ কাজ করে থাকেন। ওই দিন সকলকে ফুচকা খাওয়ান বিনামূল্যে। শ্যামল দেবনাথ এই প্রসঙ্গে বলেন, “আমি দারুণ আনন্দের সঙ্গে কাটাচ্ছি নববর্ষের দিন। টাকার চিন্তা আমি করিনা, সারাবছর পয়সার বিনিময়ে ফুচকা বিক্রি করি। তবে বছরে চারবার আমি বিনামূল্যে সকলকে ফুচকা খাওয়াই। আমি চাই সকলকে আনন্দ দিতে।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
কাটোয়া শহরের মধ্যে শ্যামলের ফুচকার ভাল কদর রয়েছে। তিনি সপ্তাহে একদিন আনলিমিটেড ফুচকাও বিক্রি করেন। তবে নববর্ষ উপলক্ষ্যে ফুচকা ছিল একেবারে বিনামূল্যে। এছড়াও ছিল অন্যান্য দারুণ দারুণ অফার। শহরের সকলেই জানতেন যে পয়লা বৈশাখের দিন শ্যামল কাকার দোকানে পাওয়া যাবে বিনামূল্যে ফুচকা। স্বভাবতই বিনামূল্যে ফুচকা খাওয়ার আনন্দ নিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এক একজন খেয়েছেন পেট ভরে ফুচকা। খাওয়ার পরে অফার অনুযায়ী অনেকে আবার বাড়িতেও নিয়ে গিয়েছেন। ফুচকা খেতে এসে প্রিয়াঙ্কা পাল বলেন, “সারাবছর কিনে খেতে হয়। তবে নববর্ষের দিনে বিনামূল্যে পাচ্ছি এটা বেশ ভাল লাগছে , যেন একটা উপড়ি পাওয়া। আর এখনকার ফুচকার স্বাদ খুব ভাল।”
advertisement
সারাবছর ফুচকা বিক্রির টাকায় সংসার চলে শ্যামল দেবনাথের। ক্রেতারা শ্যামল বাবুর কাছে যেন ভগবান! তাই ক্রেতাদের কথা ভেবে তিনি প্রত্যেকবছর নববর্ষের দিন বিনামূল্যে ফুচকা খাওয়ানোর চেষ্টা করেন। এছড়াও সঙ্গে থাকে আরও বিভিন্ন অফার। নববর্ষে ক্রেতাদের মুখে বিনামূল্যে ফুচকা তুলে দিয়ে আনন্দ দেওয়ার এহেন উদ্যোগ সত্যিই অভিনব।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News:দিনভর ক্রেতারা খেলেন ফ্রী ফুচকা! অভিনবভাবে নববর্ষ উদযাপন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement