Burdwan News: যাত্রা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী, তারপর যা হল...!
- Published by:Sanjukta Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Burdwan News: কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। ধৃতের নাম বিক্রম মালিক।
বর্ধমান: যাত্রা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। তারপর আর তার হদিশ মিলছিল না। পুলিশের কাছে তাকে অপহরণের অভিযোগ করেছিল পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পূর্ব বর্ধমানের রায়নায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। ধৃতের নাম বিক্রম মালিক। তার বাড়ি বর্ধমান থানার চাণ্ডুলে। চাণ্ডুল থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের বাড়ি থেকেই উদ্ধার হয় কিশোরী।
আরও পড়ুন: 'দু'মাস ছিল দলে...' নিয়োগ দুর্নীতিতে নাম উঠতেই বনি সেনগুপ্তের BJP-যোগ ঝেড়ে ফেললেন শুভেন্দু
advertisement
advertisement
পুলিস জানিয়েছে, কিশোরীর বাড়ি রায়না থানার শিবরামপুরে। গত ৪ মার্চ সন্ধ্যায় যাত্রা শুনতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না। বান্ধবী ও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, তাকে বিক্রম অপহরণ করে আটকে রেখেছে। এরপরই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তার মেডিকেল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম।
advertisement
ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ। ডাকামাত্র তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। অন্যদিকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম দেবনাথ সোরেন। মেমারি থানার কেন্নায় তার বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় শক্তিগড় থানার হাটগোবিন্দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেই উদ্ধার হয় অপহৃতা।পুলিশ জানিয়েছে, শক্তিগড় থানার সামন্তী গ্রামে ওই ছাত্রীর বাড়ি। গত ৪ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, তাকে দেবনাথ অপহরণ করে আটকে রেখেছে। এরপরই ছাত্রীর বাবা শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: যাত্রা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী, তারপর যা হল...!