TET Recruitment Scam || Suvendu On Bonny: 'দু'মাস ছিল দলে...' নিয়োগ দুর্নীতিতে নাম উঠতেই বনি সেনগুপ্তের BJP-যোগ ঝেড়ে ফেললেন শুভেন্দু

Last Updated:

TET Recruitment Scam || Suvendu On Bonny || Suvendu Adhikari : ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর নাম পেয়েছেন গোয়েন্রাদা।

বনি সেনগুপ্ত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী
বনি সেনগুপ্ত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা: "ভোটের সময় বিজেপিতে এসেছিল বনি সেনগুপ্ত। কিন্তু গত দু-বছর বনির কোনও সম্পর্ক নেই।" এই বলেই টলিউড অভিনেতার বিজেপি যোগ কার্যত নস্যাৎ করে দিলেন প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষের সঙ্গে টাকার লেনদেনের অভিযোগ উঠতেই নিজের প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু।
বিরোধী দলনেতা বলেন, "বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে তাকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব 'অ্যালাউ' করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।"
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল এবার টলিউডের অভিনেতা পর্যন্ত। চলতি সপ্তাহেই তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। আজই ইডি দফতরে হাজিরা দেন 'ডাল বাটি চুরমা'র অভিনেতা। এছাড়াও, সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও তলব করতে চলেছে ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করা হবে। এর আগেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছিল শান্তনুকে।
advertisement
ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর নাম পেয়েছেন গোয়েন্রাদা। তাহলে কি, টলিউড অভিনেতার সঙ্গেও টাকার লেনদেন হয়েছিল কুন্তলের? হয়ে থাকলে, তার পিছনে কী কারণ রয়েছে? অর্থাৎ, কীসের জন্য কুন্তল এবং বনির মধ্যে টাকার দেওয়া নেওয়া হয়েছিল? এই সব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিতে দেখা গিয়েছিল এই অভিনেতাকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Recruitment Scam || Suvendu On Bonny: 'দু'মাস ছিল দলে...' নিয়োগ দুর্নীতিতে নাম উঠতেই বনি সেনগুপ্তের BJP-যোগ ঝেড়ে ফেললেন শুভেন্দু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement