দক্ষিণবঙ্গ: একসঙ্গে অনেক খদ্দের হুড়োহুড়ি করলে তা সামলানো বিক্রেতার পক্ষে সত্যিই কঠিন। ক্রেতাদের মধ্যে আবার যদি বদ মতলব থাকে তবে তো কথাই নেই। মহিলা বিক্রেতাকে ব্যস্ত রেখে বেশ কয়েক হাজার টাকার পোশাক নিয়ে চম্পট দিল মহিলা কেপমারের দল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া বাজারে।
মঙ্গলবার ভেদিয়া বাজার বন্ধ ছিল। বাসিন্দাদের অনুপস্থিতির সুযোগ নিয়েই কাজ হাসিল করেছে এই মহিলা গ্যাং - প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ। জানা গিয়েছে, ফাঁকা বাজারের সুযোগে ফোন করে বাড়ি থেকে ব্যবসায়ীকে ডেকে এনে কয়েক হাজার টাকার পোশাক হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে চার মহিলার ওই কেপমার দলের বিরুদ্ধে।
আরও পড়ুন: বাড়িতে গাছ লাগান? কিন্তু এই ৪ গাছ লাগালে জীবন শেষ! নামগুলি শুনলেই চমকে উঠবেন
দোকানদার মন্দিরা কোনার জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ আমাকে ফোন করে দোকান খোলার জন্য ডাকেন এক মহিলা। ১০টা নাগাদ দোকান খুলি। তখন দোকানের সব কর্মী আসেননি। প্রথমে এক মহিলা আসেন। পরে আরও তিন মহিলা আসেন। এত জন এক সঙ্গে নানা পোশাক দেখাতে বলে বিভ্রান্ত করে দেয়। পরে এক জন শো-কেস থেকে প্রায় ৬০টি চুড়িদারের কাপড় বার করে নিয়ে চম্পট দেয়। বাকিরাও দোকান ছাড়ে।
আরও পড়ুন: ডুয়ার্সপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ খবর, মূর্তির উপর বন্ধ সেতু! চিন্তায় ব্যবসায়ীরাও
তিনি জানান, ভেদিয়া বাজারে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আশপাশের দোকান বন্ধ ছিল। রাস্তাও ফাঁকা ছিল। তাই দোকানের ভেতর থেকে চিৎকার করলেও কেউ তা শুনতে পাননি। এরপর বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ এসে তদন্ত করে গিয়েছে। দোকানের সামনেই সিসি ক্যামেরা রয়েছে। তার ফুটেজ থেকে মহিলাদের চিহ্নিত করা যেতে পারে। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই নম্বরও পুলিশকে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই সি সি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া যে ফোন নম্বর থেকে ওই মহিলাকে ফোন করা হয়েছিল সেটির সূত্র থেকে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি এই দলটিকে ধরা যাবে বলে আশা করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Bardhaman news, Burdwan, Burdwan news