Dooars: ডুয়ার্সপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ খবর, মূর্তির উপর বন্ধ সেতু! চিন্তায় ব্যবসায়ীরাও
- Published by:Suman Biswas
Last Updated:
Dooars: পুরনো এই সেতু সংস্কারের জন্য আপাতত বন্ধ করার সিন্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মূর্তি সেতুটি সংস্কার করার কাজ শুরু হবে শীঘ্রই।
রকি চৌধুরী, ডুয়ার্স: বন্ধ হয়ে গেল ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি সেতুর ওপর দিয়ে যাতায়াত। চিন্তার ভাঁজ মূর্তি নদীর ধারে ছোট ব্যবসায়ীদের কপালে। মূর্তি পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে সেই এলাকায় ছোট-বড় অনেকগুলি দোকান গড়ে উঠেছে। ব্রিজ সংস্কারের কাজ শুরু হতে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। যার ফলে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ২০ ছোট-বড় দোকানের মালিক। কারণে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে তাদের সংসার চলে, ফলে দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। কারণ তারা কী করবে এখন দিশাহারা।
পুরনো এই সেতু সংস্কারের জন্য আপাতত বন্ধ করার সিন্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মূর্তি সেতুটি সংস্কার করার কাজ শুরু হবে শীঘ্রই। সেই কারণেই এই সেতুটি বন্ধ করা হল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেপ্টেম্বর মাসেই জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলার পূর্ত দপ্তরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সেতুটি বন্ধ হওয়ার ফলে পর্যটকরা এখন ওই রাস্তা এবং ওই রাস্তার দুপাশের জঙ্গলের শোভা উপভোগ করতে পারবেন না।
advertisement
advertisement
অন্যদিকে এই ব্রিজটি বন্ধ হওয়ার কারণে পর্যটকদের প্রায় ১০ কিমি পথ বাড়তি ঘুরে যেতে হবে চাপড়ামারি এবং চন্দ্রচূড় নজর মিনারে যাওয়ার জন্য। এতে কিছুটা বাড়তি টাকা গুনতে হবে পর্যটকদের। এদিকে পর্যটকদের পরিসেবা দেওয়ার জন্য জিপসি মালিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছেন চলতি মাসের ৯ তারিখে। বাড়তি রাস্তা যেতে বাড়তি তেল লাগছে, ফলে জিপসি মালিকরাও চাইছেন পর্যটকদের যাতে অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারাও পর্যটকদের থেকে বাড়তি টাকা নেবেন বলেও জানিয়েছেন মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।
advertisement
বিষয়টি নিয়ে জেল প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাস্তা বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট দফতর এবং পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে ব্রিজটি সংস্কারের পর ফের এই রাস্তায় গাড়ি চলাচল শুরু হবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 1:47 PM IST