Murshidabad News: পতাকা বিড়ির অফিসে আয়কর হানা, সঙ্গে লাল ট্রাঙ্ক! তল্লাশি মালদহেও, তুমুল চাঞ্চল্য

Last Updated:

ফের মুর্শিদাবাদে আয়কর বিভাগের হানা। বুধবার সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা৷

পতাকা গ্রুপের অফিসে হানা দিয়েছে আয়কর দফতর 
পতাকা গ্রুপের অফিসে হানা দিয়েছে আয়কর দফতর 
মুর্শিদাবাদঃ ফের মুর্শিদাবাদে আয়কর বিভাগের হানা মুর্শিদাবাদে। বুধবার সকাল সকাল সুতির ঔরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা বিড়ির অফিসে আসেন তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘেরাও করে তারপরেই  আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু করা হয়। সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনের আগেই আয়কর হানা হতেই জোর চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।
advertisement
উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছিল কয়েক কোটি টাকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের আয়কর দফতরের হানা হল মুর্শিদাবাদে এবার ঔরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিল আয়কর দফতর। বুধবার সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স দফতরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
advertisement
মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদে মুলত বিড়ি অধ্যুষিত এলাকা। বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই। এই এলাকায় বিড়ি তৈরী করে রওনা হয় বিভিন্ন রাজ্যে। মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদে অধিকাংশ শিল্পপতি বাসভবন।তবে পতাকা গ্রুপের ওপর এবার আয়কর দফতরের হানা দিতেই জেলা জুড়ে কার্যত জোর চর্চা শুরু হয়েছে। সামনেই সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচন। আর নির্বাচনের আগে এখন কি উদ্ধার হয় তার দিকে তাকিয়ে আছেন জেলার মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পতাকা বিড়ির অফিসে আয়কর হানা, সঙ্গে লাল ট্রাঙ্ক! তল্লাশি মালদহেও, তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement