মুর্শিদাবাদঃ ফের মুর্শিদাবাদে আয়কর বিভাগের হানা মুর্শিদাবাদে। বুধবার সকাল সকাল সুতির ঔরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা বিড়ির অফিসে আসেন তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘেরাও করে তারপরেই আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু করা হয়। সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনের আগেই আয়কর হানা হতেই জোর চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে লাল ঝান্ডার প্রতিবাদ কর্মসূচি, পথে কর্মী সমর্থকরা!
আরও পড়ুন : ভ্যালেন্টাইনস সপ্তাহে একান্তে প্রেমিকের সঙ্গে কাটাতে চান? ডেস্টিনেশন হোক মুর্শিদাবাদের 'এই' জায়গা
উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছিল কয়েক কোটি টাকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের আয়কর দফতরের হানা হল মুর্শিদাবাদে এবার ঔরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিল আয়কর দফতর। বুধবার সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স দফতরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদে মুলত বিড়ি অধ্যুষিত এলাকা। বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই। এই এলাকায় বিড়ি তৈরী করে রওনা হয় বিভিন্ন রাজ্যে। মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদে অধিকাংশ শিল্পপতি বাসভবন।তবে পতাকা গ্রুপের ওপর এবার আয়কর দফতরের হানা দিতেই জেলা জুড়ে কার্যত জোর চর্চা শুরু হয়েছে। সামনেই সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচন। আর নির্বাচনের আগে এখন কি উদ্ধার হয় তার দিকে তাকিয়ে আছেন জেলার মানুষ।
কৌশিক অধিকারীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।