Left Front: পঞ্চায়েত নির্বাচনের আগে লাল ঝান্ডার প্রতিবাদ কর্মসূচি, পথে কর্মী সমর্থকরা!
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Left Front: সালার লোকাল কমিটির উদ্যোগে যুব সমাবেশে রাজ্য সম্পাদিকা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।
মুর্শিদাবাদঃ আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ ও সুষ্ঠ ভাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদ জেলার সালার, বড়ঞাতে এবং ভরতপুরে সভা করল DYFI। পাশাপাশি কান্দি শহরে মিছিলে পা মেলালেন মিনাক্ষী মুখার্জি। সোমবার সকালে মুর্শিদাবাদের সালার বিডিও অফিস সংলগ্ন মাঠে সোমবার সকাল ১১ টা নাগাদ যুব সমাবেশ করলেন DYFI -এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি। এদিন DYFI সালার লোকাল কমিটির উদ্যোগে যুব সমাবেশে রাজ্য সম্পাদিকা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।
এদিন যুব সমাবেশের পাশাপাশি সালার ব্লকের বিডিও আশীষ মন্ডলকে একাধিক দাবিতে ডেপুটেশন সহ স্মারকলিপি দেন DYFI এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সভায় বক্তব্য রাখতে উঠে সংগঠনের রাজ্যে সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের একাধিক নীতির বিরোধীতা সহ স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনের বিরিদ্ধে ক্ষোভ ইগরে দেন। সভা শেষ করেই সোমবার দুপুরে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কান্দি ব্লক মোড়ে সিপিএম দলীয় কার্যালয় পর্যন্ত পদযাত্রা করেন Cpim ও DYFI নেতৃত্বরা, সেখানেও পা মেলাতে দেখা যায় DYFI রাজ্যে সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
advertisement
advertisement
লাল ঝান্ডার পতাকা তুলে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এই পদযাত্রা করা হয়। এর পরেই বড়ঞার ডাকবাংলা ও ভরতপুরে সভা করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে DYFI কর্মীদের কে উজ্জীবিত করতেই এই পদযাত্রা ও সভা করা হল বলে জানানো হয়।
advertisement
আরও পড়ুন: মুহূর্তে গুঁড়িয়ে যাচ্ছে পেল্লাই সব বাড়ি, চারিদিকে মৃত্যুমিছিল, তুরস্কের ছবি রাতের ঘুম উড়িয়ে দেবে
নবম ও দশম এসএসসি কান্ডে হাইকোর্টের ভৎসনার মুখে সিবিআই। সেই প্রসঙ্গে কান্দিতে সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মিনাক্ষী মুখার্জি তৃণমূল সরকার কে একহাত নিয়ে বলেন, আজকে নিরপেক্ষ তদন্ত করার প্রস্তাব ছিল এসএসসি নবম ও দশম সহ অন্যান্য চাকরী দুর্নীতি কান্ডে। এক অংশের প্রশাসনিক লোকজনকে নিজেদের পকেটে গুঁজে নিয়ে তাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যত নষ্ট হয়েছে। তদন্ত করতে গিয়ে যারা গরিমসি করছে, তারা তো করবেই। বিজেপি দল যদি চাইত তাহলে গোটা তৃণমূলের দল টা আজকে জেলে যেত। আজকে বিজেপি চাইছে না তাই জেলে যাচ্ছে না। আজকে বামপন্থীরা লড়াই করছে পথে নেমে তাই তৃণমূলের এক দুটো চোর কে জেলে যেতে হচ্ছে। তবে তদন্ত না হলেও মানুষের আদালতে এর সাজা হবে বলে জানান মিনাক্ষী মুখার্জি।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 8:14 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Left Front: পঞ্চায়েত নির্বাচনের আগে লাল ঝান্ডার প্রতিবাদ কর্মসূচি, পথে কর্মী সমর্থকরা!