Valentines Day 2023| Murshidabad|| ভ্যালেন্টাইনস সপ্তাহে একান্তে প্রেমিকের সঙ্গে কাটাতে চান? ডেস্টিনেশন হোক মুর্শিদাবাদের 'এই' জায়গা

Last Updated:

Valentines Day 2023: কান্দি পৌরসভার উদ্যোগে কয়েক বছর আগে তৈরী করা হয় কান্দি নারায়ণধার পার্ক। সাধারণ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে মিনি পাখিরালয়। 

+
মুর্শিদাবাদে

মুর্শিদাবাদে মিনি পাখিরালয়

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে কয়েকবছর আগে তৈরি হয় কান্দি নারায়ণধার পার্ক। সাধারণ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে মিনি পাখিরালয়। দৈনন্দিন বিকালে পার্কে আসা সাধারণ মানুষ ভিড় জমান পাখিরালয় দেখতে, রয়েছে কাকাতুয়া থেকে হলুদ টিয়া-সহ বিভিন্ন প্রজাতির পাখি।
পাখি দেখতে ভালবাসেন? ইচ্ছে করে শীতের সকালে উঠে পাখির ছবি ক্যামেরাবন্দি করতে? কিন্তু ইট-কাঠ-কংক্রিটের শহরে সে সুযোগ কোথায়। সর্বত্রই ভরাট হচ্ছে জলাশয়, কাটা পড়ছে গাছ, বিপন্ন হচ্ছে পাখিদের বসতি। সেই বিপন্নতার মধ্যেই শহরের পাখিদের অন্যতম ঠিকানা তৈরি হয়েছে কান্দি নারায়ণধার পার্কের মধ্যে অবস্থিত পাখিরালয়। কংক্রিটের ভিড়ের মাঝে এক টুকরো সবুজে পাখিদের নিরাপদ আশ্রয়।
advertisement
আরও পড়ুনঃ নজির গড়ল পৌলমী-সঞ্জীব! এ ভাবেও বিয়ে করা যায়? হাঁ করে দেখল গোটা উত্তরপাড়া
প্রকৃতিপ্রেমীদের এবং পাখি পর্যবেক্ষকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পাখিরালয়। বেঙ্গালুরু থেকে আনা হয়েছে হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া। আবার আনা হয়েছে, হলুদ টিয়া পাখি থেকে বিভিন্ন প্রজাতির পাখি। সবচেয়ে সুন্দর প্রজাতির পাখি দেখেতে আকর্ষনীয়। প্রাণীদের মধ্যে পাখি অন্যতম। আকাশ যেসব প্রাণীর বিচরণ তাদেরই আমরা পাখি হিসেবে চিনি। আবহাওয়া স্থান এবং জলবায়ুর ভেদে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জোড়া সাফল্য! বাঁকুড়ার মা ও মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 
পাখিদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিছু সবচেয়ে সুন্দর প্রজাতির পাখি আবার কিছু পাখি দেখতে তেমন আকর্ষণীয় নয়। কান্দি নারায়ণধার পার্কে অবস্থিত পাখিরালয়ের মধ্যে হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া-কে চা ও বিস্কুট খাওয়ানো হয়ে থাকে। নিজে হাতে খাই বিস্কুট। শুধু তাই নয় অবসরে সময় নিয়ে করে পেন নিয়েও খেলা। ছোট ছোট বাড়ির খুদেদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে এই পাখিরালয়। যা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের।
advertisement
দৈনন্দিন বিকালে কান্দি নারায়ণধার পার্কে পর্যটকরা এলেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখির। পাখিরালয় গেলেই মিলবে কিচির মিচির আওয়াজ, এক চিলতে নিরিবিলি সময় কাটাতে ভ্যালেন্টাইন সপ্তাহে পাখিরালয় হয়ে উঠুক সকলের ডেস্টিনেশন।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Valentines Day 2023| Murshidabad|| ভ্যালেন্টাইনস সপ্তাহে একান্তে প্রেমিকের সঙ্গে কাটাতে চান? ডেস্টিনেশন হোক মুর্শিদাবাদের 'এই' জায়গা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement